আটঘরিয়ায় ফসলী জমির মাটি কাটার অপরাধে জরিমানা ও ভেকুর যন্ত্রপাতি জব্দ

- প্রকাশিত সময় ০৩:৫৬:৫৯ অপরাহ্ন, শনিবার, ৪ মার্চ ২০২৩
- / 168
কঠোর আইনী পদক্ষেপ নেয়ার পরও আটঘরিয়ায় থামছেই না ভেকু মেশিন দিয়ে ফসলী জমির মাটি কাটা, চলছে ধারাবাহিক অভিযান।
ইতিমধ্যেই ভেকু মেশিন দিয়ে অবৈধভাবে ফসলী জমির মাটি কেটে পুকুর খনন ও মাটি বিক্রির অপরাধের সাথে জড়িত চক্রের বিরুদ্ধে পাবনার আটঘরিয়যা উপজেলার নির্বাহী অফিসার মাকসুদা আক্তার মাসু একাধিক অভিযান চালিয়ে জারিমানা করেছেন। তাতেও বন্ধ না হওয়ায় কৌশল বদলায়ে গত বৃহস্পতিবার ২মার্চ আকষ্মিক অভিযান চালিয়ে দেবোত্তর ইউনিয়নের রায়পুর গ্রাম থেকে মিলনের ভেকু মেশিনের ব্যাটারী ও যন্ত্রপাতী জব্দ করা হয় এবং জমির মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানের খবর পেয়ে ভেকুর মালিক পলায়ন করলে এ পদক্ষেপ নেয়া হয়। এ সময় পুলিশ সঙ্গে ছিল।
বিগত প্রায় ২/৩ মাস যাবৎ বিভিন্ন স্থানে ভেকু মেশিন দিয়ে অবাধে মাটি কাটার অপরাধে ইউএনও একাধিক অভিযান চালিয়ে জারিমানা করলেও থামছেই না মাটি কাটা। অধিকাংশ স্থানেই চলে রাতের আধারে। বর্তমানে যারা মাটি কাটার অপরাধে জারিমানার সম্মুখীন হয়েছে তারাই এখন অন্য জায়গায় ভেকু দিয়ে মাটি কাটার অভিযোগ গোপনে প্রশাসনকে দেওয়ার অভিযান চালাতে সুবিধা হচ্ছে। এমনি ঘটনা ঘটেছে গত ২ মার্চ। এসময় অভিযান চালিয়ে ভেকুর ব্যাটারী ও কিছু যন্ত্রপাতী খুলে জব্দ করে ভেকুকে অচল করে দেয়া হয়। অপরদিকে ঐ জমির মালিককে ১০ হাজার টাকা জরিমানাও করা হয়।