ঢাকা ১১:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞপ্তি :
সারাদেশের জেলা উপোজেলা পর্যায়ে দৈনিক স্বতঃকণ্ঠে সংবাদকর্মী নিয়োগ চলছে । আগ্রহী প্রার্থীগন জীবন বৃত্তান্ত ইমেইল করুন shatakantha.info@gmail.com // দৈনিক স্বতঃকণ্ঠ অনলাইন ও প্রিন্ট পত্রিকায় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৭১১-৩৩৩৮১১, ০১৭৪৪-১২৪৮১৪

উচ্ছেদের পরও টেবুনিয়া হাইওয়ে পুনরায় অবৈধ দোকানীদের দখলে

আটঘরিয়া প্রতিনিধি:
  • প্রকাশিত সময় ০৩:২০:০২ অপরাহ্ন, সোমবার, ৬ মার্চ ২০২৩
  • / 192

ঈশ্বরদী-পাবনা সড়ক দখল করে হাট বসিয়েছে অবৈধ দোকানিরা। - স্বতঃকণ্ঠ


আইন শৃখলা বাহিনীর তৎপরতায় ৬ উপজেলার সংযোগ স্থল টেবুনিয়া বাজারের হাইওয়ের দুপাশের অবৈধ দোকান পাঠ উচ্ছেদ করা সত্ত্বেও আবারও অবৈধ দোকানীদের দখলে চলে গেছে। ফলে পাবনা—ঈশ্বরদী হাইওয়ের দুপাশে যানবাহন ও জন চলাচলে দুর্ভোগ আগের মতই রয়েছে।

উল্লেখ্য, আটঘরিয়া, চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুর, পাবনা সদর ও ঈশ্বরদী উপজেলার জনগনকে টেবুনিয়া হয়ে যাতায়াত করতে হয়। এ কারনে টেবুনিয়া বাজারকে ডিভাইডার দিয়ে ওয়ান ওয়ে করা হলেও দুধারে ফলমুল, তরিতরকারী, মাছ, কলা, তরমুজ, ধানের বাজার ইত্যাদির অবৈধ দোকান বসায় যান ও জন চলাচলে বিঘ্ন ঘটতে থাকায় ইতিপূর্বে আইন শৃখলা বাহিনী তৎপরতা চালিয়ে ঐ সব অবৈধ দোকানপাঠ উচ্ছেদ করলে যান ও জন চলাচল স্বাভাবিক হয়। কিন্তু কিছুদিন যেতে না যেতেই আবার আগের চেহারায় ফিরে আসে, রাস্তার অর্ধেকই দখল করে রাখে ঐ সব অবৈধ দোকানদাররা। বিশেষ করে হাট বারে দুর্ভোগ চরমে ওঠে। বর্তমানে সিএনজি ডিভাইডার ঘুলে চলাচল করছে।

এই অবৈধ দখলের স্থায়ী সমাধান চায় এলাকাবাসী , স্থানীয় দোকানী ও যাত্রীরা।

উচ্ছেদের পরও টেবুনিয়া হাইওয়ে পুনরায় অবৈধ দোকানীদের দখলে

প্রকাশিত সময় ০৩:২০:০২ অপরাহ্ন, সোমবার, ৬ মার্চ ২০২৩

আইন শৃখলা বাহিনীর তৎপরতায় ৬ উপজেলার সংযোগ স্থল টেবুনিয়া বাজারের হাইওয়ের দুপাশের অবৈধ দোকান পাঠ উচ্ছেদ করা সত্ত্বেও আবারও অবৈধ দোকানীদের দখলে চলে গেছে। ফলে পাবনা—ঈশ্বরদী হাইওয়ের দুপাশে যানবাহন ও জন চলাচলে দুর্ভোগ আগের মতই রয়েছে।

উল্লেখ্য, আটঘরিয়া, চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুর, পাবনা সদর ও ঈশ্বরদী উপজেলার জনগনকে টেবুনিয়া হয়ে যাতায়াত করতে হয়। এ কারনে টেবুনিয়া বাজারকে ডিভাইডার দিয়ে ওয়ান ওয়ে করা হলেও দুধারে ফলমুল, তরিতরকারী, মাছ, কলা, তরমুজ, ধানের বাজার ইত্যাদির অবৈধ দোকান বসায় যান ও জন চলাচলে বিঘ্ন ঘটতে থাকায় ইতিপূর্বে আইন শৃখলা বাহিনী তৎপরতা চালিয়ে ঐ সব অবৈধ দোকানপাঠ উচ্ছেদ করলে যান ও জন চলাচল স্বাভাবিক হয়। কিন্তু কিছুদিন যেতে না যেতেই আবার আগের চেহারায় ফিরে আসে, রাস্তার অর্ধেকই দখল করে রাখে ঐ সব অবৈধ দোকানদাররা। বিশেষ করে হাট বারে দুর্ভোগ চরমে ওঠে। বর্তমানে সিএনজি ডিভাইডার ঘুলে চলাচল করছে।

এই অবৈধ দখলের স্থায়ী সমাধান চায় এলাকাবাসী , স্থানীয় দোকানী ও যাত্রীরা।