এমপি প্রিন্সের সাথে শুভেচ্ছা বিনিময় বিসিএস সাধারণ শিক্ষা সমিতির নির্বাচিত নেতৃবৃন্দের

- প্রকাশিত সময় ০১:১১:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ মার্চ ২০২৩
 - / 272
 
এমপি প্রিন্সের সাথে শুভেচ্ছা বিনিময় পাবনা প্রতিনিধি : পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স এর সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন সদ্য নিবার্চিত বিসিএস সাধারণ শিক্ষা সমিতি পাবনা জেলা শাথার নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার দুপুরে পাবনা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে শুভেচ্ছা বিনিময় হয়। সদ্য নিবার্চিত বিসিএস সাধারণ শিক্ষা সমিতি পাবনা জেলা শাথার সভাপতি ড. মো. আব্দুল মজিদ ও সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম মুরাদসহ নিবার্চিত নেতৃবৃন্দ শুভেচ্ছা বিনিময় করেন। এসময় বিসিএস সাধারণ শিক্ষা সমিতি সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স নবনিবার্চিত শিক্ষকদের অভিনন্দন জানিয়ে বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ গড়ার অন্যতম সহযোদ্ধা হচ্ছে শিক্ষক সমাজ।
নিবার্চিত শিক্ষক প্রতিনিধিরা স্মার্ট বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আরো দায়িত্বশীল হতে হবে। বিজ্ঞান মনোস্ক নৈতিকতা সম্পন্ন অসাম্প্রদায়িক জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখতে হবে। .
উল্লেখ্য, গত মঙ্গলবারে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ আব্দুস সাত্তার মিলনায়তনে নিবার্চন অনুষ্ঠিত হয়।










