আর্জেন্টাইন ফুটবলারদের মেরে ফেলার হুমকি

- প্রকাশিত সময় ০৩:৩২:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অগাস্ট ২০২৩
- / 130
উরুগুয়ের কিংবদন্তি ফুটবলার দিয়েগো গডিনের অবসরের দিনে এক অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে। গডিনের কয়েকজন আর্জেন্টাইন সতীর্থকে গুলি করে মারার হুমকি দিয়েছেন সমর্থকেরা।
রোববার (৩০ জুলাই) আর্জেন্টিনায় ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলতে ভেলেজ সার্সফিল্ড হয়ে মাঠে নেমেছিলেন দিয়েগো গডিন। তবে উরকানের বিপক্ষে হেরে যায় গডিনের দল। এরপরেই ক্ষিপ্ত হয়ে ওঠেন সার্সফিল্ডের সমর্থকেরা।
জানা যায়, ম্যাচ শেষে দিয়েগো গডিন ভালোভাবে বাসায় পৌঁছাতে পারলেও তার কয়েকজন আর্জেন্টাইন সমর্থক হামলার শিকার হন। যেখানে গুলি করে মেরে ফেলারও হুমকি দেয়া হয়।
ভেলেজ সার্সফিল্ডের স্ট্রাইকার জিয়ানলুকা প্রেস্তিয়ান্নি গণমাধ্যমে জানিয়েছেন, ‘খেলা শেষে বাড়ি ফিরতে গিয়ে সমর্থকদের বাধার মুখে পড়ি। স্টেডিয়ামের বাইরে অন্ধকারের মধ্যে তারা আমাকে আঘাত করে। সে সময়ে গুলি করে মেরে ফেলার হুমকিও দেয়। পরে আরও কয়েকজনকে একই হুমকি দেয়া হয়েছে। তাতে সবাই শঙ্কিত হয়ে পড়ি।’
এ ঘটনার পরে ভেলেজ সার্সফিল্ডের কোচ সেবাস্তিয়ান মেন্দেজ জানিয়েছেন, ‘এমন ঘটনা অনাকাঙ্ক্ষি। খেলোয়াড়দের যথার্থ নিরাপত্তা নিশ্চিত না হলে তারা অনুশীলনে ফিরবেন না।’
















