ঢাকা ০৮:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞপ্তি :
সারাদেশের জেলা উপোজেলা পর্যায়ে দৈনিক স্বতঃকণ্ঠে সংবাদকর্মী নিয়োগ চলছে । আগ্রহী প্রার্থীগন জীবন বৃত্তান্ত ইমেইল করুন shatakantha.info@gmail.com // দৈনিক স্বতঃকণ্ঠ অনলাইন ও প্রিন্ট পত্রিকায় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৭১১-৩৩৩৮১১, ০১৭৪৪-১২৪৮১৪

ইউরোপে সবচেয়ে তরুণ দল বার্সেলোনার

বার্তাকক্ষ
  • প্রকাশিত সময় ০১:৪৮:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অগাস্ট ২০২৩
  • / 35

তিন মৌসুম পর ২০২২-২৩ মৌসুমে আবারও লা লিগা শিরোপা জিতেছে বার্সেলোনা। জাভির জাদুতে বদলে গেছে কাতালান ক্লাবটি। বর্তমানে তাদের দলের মূলশক্তি তরুণ ফুটবলাররা। আর এই তরুণ ফুটবলারদের দিকে ইউরোপে সবার চেয়ে এগিয়ে বার্সা।

জাভি দলের কোচ হওয়ার পর তরুণ ফুটবলারদের দিকে নজর দিচ্ছে। গত দুই মৌসুমে দলে বেশ কিছু বিশ্বমানের তরুণ ফুটবলার এসেছে। যাদের মধ্যে গাভি ও পেদ্রি অন্যতম। এই দুই তরুণ মিডফিল্ডার তো শুধু স্পেনেই নয়, পুরো ইউরোপেই সেরা ফুটবলারের খেতাব পেতে শুরু করেছে। এ ছাড়াও বার্সেলোনার আছে বিশ্বমানের একাডেমি, যা ইউরোপের অনেক বড় বড় ক্লাবেরও নেই।

এই একাডেমি ‘লা মাসিয়া’ থেকেই উঠে এসেছেন জাভি, মেসি, ইনিয়েস্তার মতো ফুটবলাররা। আর এখন এই একাডেমি থেকে তৈরি হচ্ছে লামিনে ইয়ামাল, বালদে, আবদে এজাজুলির মতো ফুটবলাররা। আর এমনসব তরুণ ফুটবলাররা যে বার্সেলোনার সাফল্যের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, তা পরিসংখ্যানই বলে দিচ্ছে।

এদিকে এক পরিসংখ্যানে দেখা গেছে, ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মতো শুরুর একাদশে যারা নিয়মিত তাদের মধ্যে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় বার্সেলোনারই। বার্সার শুরুর একাদশের খেলোয়াড়দের গড় বয়স ২৬ বছর ১০৫ দিন। তালিকায় দুইয়ে আছে ইতালিয়ান ক্লাব নাপোলি। আর তিনে রয়েছে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ।


আগামী মৌসুমেও বার্সেলোনার বেশকিছু তরুণ ফুটবলারের দিকে নজর থাকবে সবার। তাদের মধ্যে রয়েছেন লামিনে ইয়ামাল, বালদে, আবদে এজাজুলি ও নোয়া ডারভিচ।

শুরুর একাদশে গড় বয়স (শীর্ষ ৫ দল)

     নাম                                         বয়স
১. বার্সেলোনা                      ২৬ বছর ১০৫ দিন
২. নাপোলি                         ২৬ বছর ৩৪৫ দিন
৩. বায়ার্ন মিউনিখ              ২৭ বছর ১০১ দিন
৪. পিএসজি                        ২৭ বছর ১৩৮ দিন
৫. ম্যানচেস্টার সিটি          ২৭ বছর ২৮৩ দিন

এই রকম আরও টপিক

ইউরোপে সবচেয়ে তরুণ দল বার্সেলোনার

প্রকাশিত সময় ০১:৪৮:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অগাস্ট ২০২৩

তিন মৌসুম পর ২০২২-২৩ মৌসুমে আবারও লা লিগা শিরোপা জিতেছে বার্সেলোনা। জাভির জাদুতে বদলে গেছে কাতালান ক্লাবটি। বর্তমানে তাদের দলের মূলশক্তি তরুণ ফুটবলাররা। আর এই তরুণ ফুটবলারদের দিকে ইউরোপে সবার চেয়ে এগিয়ে বার্সা।

জাভি দলের কোচ হওয়ার পর তরুণ ফুটবলারদের দিকে নজর দিচ্ছে। গত দুই মৌসুমে দলে বেশ কিছু বিশ্বমানের তরুণ ফুটবলার এসেছে। যাদের মধ্যে গাভি ও পেদ্রি অন্যতম। এই দুই তরুণ মিডফিল্ডার তো শুধু স্পেনেই নয়, পুরো ইউরোপেই সেরা ফুটবলারের খেতাব পেতে শুরু করেছে। এ ছাড়াও বার্সেলোনার আছে বিশ্বমানের একাডেমি, যা ইউরোপের অনেক বড় বড় ক্লাবেরও নেই।

এই একাডেমি ‘লা মাসিয়া’ থেকেই উঠে এসেছেন জাভি, মেসি, ইনিয়েস্তার মতো ফুটবলাররা। আর এখন এই একাডেমি থেকে তৈরি হচ্ছে লামিনে ইয়ামাল, বালদে, আবদে এজাজুলির মতো ফুটবলাররা। আর এমনসব তরুণ ফুটবলাররা যে বার্সেলোনার সাফল্যের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, তা পরিসংখ্যানই বলে দিচ্ছে।

এদিকে এক পরিসংখ্যানে দেখা গেছে, ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মতো শুরুর একাদশে যারা নিয়মিত তাদের মধ্যে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় বার্সেলোনারই। বার্সার শুরুর একাদশের খেলোয়াড়দের গড় বয়স ২৬ বছর ১০৫ দিন। তালিকায় দুইয়ে আছে ইতালিয়ান ক্লাব নাপোলি। আর তিনে রয়েছে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ।


আগামী মৌসুমেও বার্সেলোনার বেশকিছু তরুণ ফুটবলারের দিকে নজর থাকবে সবার। তাদের মধ্যে রয়েছেন লামিনে ইয়ামাল, বালদে, আবদে এজাজুলি ও নোয়া ডারভিচ।

শুরুর একাদশে গড় বয়স (শীর্ষ ৫ দল)

     নাম                                         বয়স
১. বার্সেলোনা                      ২৬ বছর ১০৫ দিন
২. নাপোলি                         ২৬ বছর ৩৪৫ দিন
৩. বায়ার্ন মিউনিখ              ২৭ বছর ১০১ দিন
৪. পিএসজি                        ২৭ বছর ১৩৮ দিন
৫. ম্যানচেস্টার সিটি          ২৭ বছর ২৮৩ দিন