ঢাকা ০৪:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ২৮ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞপ্তি :
সারাদেশের জেলা উপোজেলা পর্যায়ে দৈনিক স্বতঃকণ্ঠে সংবাদকর্মী নিয়োগ চলছে । আগ্রহী প্রার্থীগন জীবন বৃত্তান্ত ইমেইল করুন shatakantha.info@gmail.com // দৈনিক স্বতঃকণ্ঠ অনলাইন ও প্রিন্ট পত্রিকায় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৭১১-৩৩৩৮১১, ০১৭৪৪-১২৪৮১৪

ধারে রিয়ালে যোগ দিলেন কেপা আরিজাবালাগা

বার্তাকক্ষ
  • প্রকাশিত সময় ০৪:৪৩:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৪ অগাস্ট ২০২৩
  • / 165

মৌসুম শুরুর আগেই বড় ধাক্কা খেয়েছে রিয়াল মাদ্রিদ। অনুশীলনে এসিএল ইনজুরিতে পড়েছেন ক্লাবটির এক নম্বর গোলরক্ষক থিবো কোর্তোয়া। মারাত্মক এই ইনজুরি থেকে সুস্থ হয়ে সহসাই মাঠে ফেরা হচ্ছে না এই বেলজিয়ান গোলরক্ষকের। তাই তার বিকল্প হিসেবে চেলসি গোলরক্ষক কেপা আরিজাবালাগাকে দলে টেনেছে রিয়াল।

কেপাকে দলে টানার কথা সোমবার (১৪ আগস্ট) এক বিবৃতিতে জানিয়েছে রিয়াল মাদ্রিদ। তবে স্থায়ীভাবে কেপাকে দলে নেয়নি রিয়াল। এক মৌসুমের জন্য ধারে রিয়ালে খেলতে গেছেন চেলসির স্প্যানিশ এই গোলরক্ষক।


গত বৃহস্পতিবার (১০ আগস্ট) অনুশীলনের সময় চোট পান কোর্তোয়া। এরপর রিয়াল জানায়, বাম হাঁটুতে এই বেলজিয়ানের অস্ত্রোপচার করানো হবে। গণমাধ্যমের খবর, চলতি মৌসুমে আর মাঠে নাও ফেরা হতে পারে অভিজ্ঞ এই গোলরক্ষকের। আর দলের দ্বিতীয় পছন্দের গোলরক্ষক লুনিনের উপর পুরোপুরি আস্থা রাখতে পারছেন না রিয়াল বস কার্লো আনচেলত্তি। যার কারণেই কেপা আরিজাবালাগাকে দলে টেনেছে রিয়াল।

২০১৮ সালে অ্যাথলেটিক বিলবাও থেকে রেকর্ড ৭ কোটি ১০ লাখ পাউন্ডের বিনিময়ে চেলসিতে নাম লেখান কেপা। এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে দামি গোলরক্ষক তিনিই। স্ট্যামফোর্ড ব্রিজের ক্লাবটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ম্যাচ খেলেছেন ১৬৩টি। ব্লুজদের জার্সিতে একটি করে চ্যাম্পিয়ন্স লিগ, ইউরোপা লিগ, উয়েফা সুপার কাপ ও ফিফা ক্লাব বিশ্বকাপ জিতেছেন কেপা।


এদিকে মৌসুমের প্রথম ম্যাচে নিয়মিত গোলরক্ষক কোর্তোয়াকে ছাড়া খেলতে নেমেও সহজ জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে তাদের মাঠেই ২-০ গোলের জয় পায় লস ব্লাঙ্কোরা। রিয়ালের হয়ে গোল করেছেন রদ্রিগো গোয়েস এবং জুড বেলিংহাম।

এই রকম আরও টপিক

ধারে রিয়ালে যোগ দিলেন কেপা আরিজাবালাগা

প্রকাশিত সময় ০৪:৪৩:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৪ অগাস্ট ২০২৩

মৌসুম শুরুর আগেই বড় ধাক্কা খেয়েছে রিয়াল মাদ্রিদ। অনুশীলনে এসিএল ইনজুরিতে পড়েছেন ক্লাবটির এক নম্বর গোলরক্ষক থিবো কোর্তোয়া। মারাত্মক এই ইনজুরি থেকে সুস্থ হয়ে সহসাই মাঠে ফেরা হচ্ছে না এই বেলজিয়ান গোলরক্ষকের। তাই তার বিকল্প হিসেবে চেলসি গোলরক্ষক কেপা আরিজাবালাগাকে দলে টেনেছে রিয়াল।

কেপাকে দলে টানার কথা সোমবার (১৪ আগস্ট) এক বিবৃতিতে জানিয়েছে রিয়াল মাদ্রিদ। তবে স্থায়ীভাবে কেপাকে দলে নেয়নি রিয়াল। এক মৌসুমের জন্য ধারে রিয়ালে খেলতে গেছেন চেলসির স্প্যানিশ এই গোলরক্ষক।


গত বৃহস্পতিবার (১০ আগস্ট) অনুশীলনের সময় চোট পান কোর্তোয়া। এরপর রিয়াল জানায়, বাম হাঁটুতে এই বেলজিয়ানের অস্ত্রোপচার করানো হবে। গণমাধ্যমের খবর, চলতি মৌসুমে আর মাঠে নাও ফেরা হতে পারে অভিজ্ঞ এই গোলরক্ষকের। আর দলের দ্বিতীয় পছন্দের গোলরক্ষক লুনিনের উপর পুরোপুরি আস্থা রাখতে পারছেন না রিয়াল বস কার্লো আনচেলত্তি। যার কারণেই কেপা আরিজাবালাগাকে দলে টেনেছে রিয়াল।

২০১৮ সালে অ্যাথলেটিক বিলবাও থেকে রেকর্ড ৭ কোটি ১০ লাখ পাউন্ডের বিনিময়ে চেলসিতে নাম লেখান কেপা। এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে দামি গোলরক্ষক তিনিই। স্ট্যামফোর্ড ব্রিজের ক্লাবটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ম্যাচ খেলেছেন ১৬৩টি। ব্লুজদের জার্সিতে একটি করে চ্যাম্পিয়ন্স লিগ, ইউরোপা লিগ, উয়েফা সুপার কাপ ও ফিফা ক্লাব বিশ্বকাপ জিতেছেন কেপা।


এদিকে মৌসুমের প্রথম ম্যাচে নিয়মিত গোলরক্ষক কোর্তোয়াকে ছাড়া খেলতে নেমেও সহজ জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে তাদের মাঠেই ২-০ গোলের জয় পায় লস ব্লাঙ্কোরা। রিয়ালের হয়ে গোল করেছেন রদ্রিগো গোয়েস এবং জুড বেলিংহাম।