ঈশ্বরদী পৌর শ্মশানের নতুন কমিটি গঠন
- প্রকাশিত সময় ০৯:৩০:২৫ অপরাহ্ন, সোমবার, ১২ ফেব্রুয়ারী ২০২৪
- / 148
ঈশ্বরদী পৌর শ্মশান পরিচালনার জন্য আগামি তিন বছরের জন্য ৫১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে স্বপন কুমার কুন্ডুকে সভাপতি, প্রবীর কুমার বিশ্বাসকে সাধারণ সম্পাদক ও সুবাস চন্দ্র পালকে কোষাধ্যক্ষ করা হয়েছে।
গত শুক্রবার (৯ ফেব্রুয়ারি) বিকালে শ্মশান মন্দির চত্ত্বরে শ্মশান পরিচালনা কমিটির সাধারণ সভায় এই কমিটি গঠন করা হয়।
উদয় নাথ লাহিড়ীর সভাপতিত্বে ও প্রবীর কুমার বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্টিত সাধারণ সভায় বিগত এক বছরের আয় ও ব্যয়ের হিসাব উপস্থাপনসহ তার অনুমোদন করা হয়।
শ্মশান পরিচালনা কমিটির দেওয়া তালিকা মতে, সদ্য ঘোষিত ৫১ সদস্য বিশিষ্ট কার্যকরি কমিটির অন্যান্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি সুনিল চক্রবর্তি, রাজেশ সরাফ, উত্তম বরাশিয়া।
সহ-সাধারণ সম্পাদক হয়েছেন দেব দুলাল রায়, মিলন কর্মকার, দিপু রায়, স্বপন রায়, সনত সরকার, সুমন দাস, মিলন কুন্ডু।
সহ-কোষাধ্যক্ষ হয়েছেন লিখন কুন্ডু, সাংগঠনিক সম্পাদক উত্তম কুমার সাহা, সহ-সাংগঠনিক সম্পাদক সুমন সাহা, প্রচার সম্পাদক কৃষ্ণ দেবনাথ, দপ্তর সম্পাদক গোবিন্দ চৌধুরী, সহ-দপ্তর সম্পাদক শাওন কুমার গুপ্তা, ক্রীড়া সম্পাদক গোবিন্দ কর্মকার, সহ-ক্রীড়া সম্পাদক সঞ্জু রায়, গোপাল কর্মকার, বার্ষিকী সম্পাদক অপূর্ব চৌধূরী, সহ-বার্ষিকী সম্পাদক রাকেশ আগরওয়ালা ও আনন্দ দত্ত, সাহিত্য সংস্কৃতি সম্পাদক সুশান্ত কর্মকার, সহ-সাহিত্য সংস্কৃতি সম্পাদক কার্তিক কুন্ডু।
অন্যান্য সদস্যরা হলেন, প্রবীণ বিশ্বাস, রতন কর্মকার, বিমল চৌধুরী, রকি দত্ত, লছমন রায়, মতিলাল দাশ, নয়ন সরকার, মহন্ত পাল, বিদ্যুৎ কুন্ডু, অসিম রায়, ডাবলু চৌধুরী, কৃষ্ণ প্রসাদ, বিষ্ণু প্রসাদ, দিলিপ বাশঁফোড়, বিশ্বজিত রায়, তপু কর্মকার, রাকেশ কর্মকার, বলপেব বাঁশফোড়, স্বপন কুমার ভুট্টু, শম্ভু রবি দাশ, স্বপন রবি দাশ, সঞ্জয় রবি দাশ, গৌর রবি দাশ, সংকর সাহা (রদ্রু), প্রদীপ গুপ্তা, উদয় রায়, রাজু শাহা, কার্তিক কুমার কুন্ডু, প্রশন্ত কর্মকার, সুরেশ বাঁশফোড়, জনি বাঁশফোড়, জয় চৌধুরি, রামু রায়, অনিক চৌধুরি, অমিত চৌধুরি।
নব-গঠিত ত্রি-বার্ষিক কমিটিকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের ঈশ্বরদী উপজেলা সভাপতি সুনিল কুমার চক্রবর্তি ও জাতীয় হিন্দু মহাজোটের ঈশ্বরদী উপজেলা কমিটির সাধারণ সম্পাদক দেবদুলাল রায় প্রমুখ।