ঈশ্বরদীতে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ স্কুলছাত্র নিহত
- প্রকাশিত সময় ১২:২০:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মার্চ ২০২৪
- / 66
পাবনার ঈশ্বরদীতে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ স্কুলছাত্র নিহত এবং অপর মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন।
শনিবার ১৬ মার্চ সকাল ১০ টার দিকে ঈশ্বরদী-বানেশ্বর আঞ্চলিক মহাসড়কের ঈশ্বরদীর সাঁড়া রাজু হলের সামনে ২ মোটরসাকেলের মুখোমুখি সংঘর্ষে ঐ দুই স্কুলছাত্র নিহত এবং অপর একজন আহত হয়েছে।
নিহত স্কুলছাত্ররা হলেন, ঈশ্বরদী শহরের পিয়ারাখালির নাজমুল হোসেনের ছেলে মিজানুর রহমান মিজান (১৫) এবং সাঁড়ার ভাদুর বটতলা এলাকার তহিদুল ইসলাম সাইদুলের ছেলে সিয়াম হোসেন (১৫)। সিয়াম এয়ারপোর্ট উচ্চ বিদ্যালয় ও মিজান ঈশ্বরদীর একটি বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্র ছিলেন। তাদের দুইজনের নানার বাড়ি সাঁড়ার শেখেরচক গ্রামে।
আহত অপরজন হলেন, রাজশাহীর বাঘার বেংগাড়ি এলাকার আব্দুস সোবহান কাজীর ছেলে শফিকুল ইসলাম (৩২)। সে বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনদের সুত্রে জানা যায়, মোটরসাইকেল যোগে দুই বন্ধু মিজান ও সিয়াম ঈশ্বরদী থেকে নানা বাড়ি শেখেরচক গ্রামে যাচ্ছিল। অপরদিকে বাঘা থেকে মোটর সাইকেল যোগে শফিকুল ইসলাম ঈশ্বরদীর দিকে আসছিলো। ঘটনাস্থলে দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মিজান, সিয়াম ও শফিকুল আহত হন। স্থানীয়রা ও ঈশ্বরদী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সদস্যরা তাদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মিজান ও হাসপাতালে গিয়ে সিয়ামের মৃত্যু হয়।
ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক কর্মকর্তা ডাক্তার ইব্রাহিম হোসেন জানান, প্রথমে আহত মিজান ও সিয়ামের অবস্থা গুরুতর হওয়ায় রামেক-এ প্রেরণ করা হয়। পরে শফিকুলকেও রামেক-এ প্রেরণ করা হয়।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রফিকুল ইসলাম জানান, নিহতদের মরদেহ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল দুটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। এই ব্যাপারে একটি ইউডি মামলা হয়েছে।