ঢাকা ০৫:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ৩০ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞপ্তি :
সারাদেশের জেলা উপোজেলা পর্যায়ে দৈনিক স্বতঃকণ্ঠে সংবাদকর্মী নিয়োগ চলছে । আগ্রহী প্রার্থীগন জীবন বৃত্তান্ত ইমেইল করুন shatakantha.info@gmail.com // দৈনিক স্বতঃকণ্ঠ অনলাইন ও প্রিন্ট পত্রিকায় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৭১১-৩৩৩৮১১, ০১৭৪৪-১২৪৮১৪

ঈশ্বরদীতে রাশিয়ানের গাড়ির ধাক্কায় রিক্সা চালক নিহত

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
  • প্রকাশিত সময় ১১:৪০:৪১ অপরাহ্ন, শনিবার, ৩০ মার্চ ২০২৪
  • / 164

উত্তেজিত জনতার হাতে আটক ঘাতক প্রাইভেট কার ও চালক।



পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কর্মরত রাশিয়ানের ব্যবহৃত প্রাইভেট কারের ধাক্কায় জুবায়ের আলম মনা (৪৫) নামের এক অটোরিক্সা চালকের মৃত্যু হয়েছে।

শনিবার ৩০ মার্চ সন্ধ্যা ৬ টায় ঈশ্বরদী-বানেশ্বর মহাসড়কে গোকুলনগর চারাবটতলার সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত অটোরিক্সা চালক ঈশ্বরদী পৌরসভার ফতেমোহম্মদপুর এলাকার মৃত আলী হোসেন সোনার ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের রাশিয়ান মালিকানাধীন সাব ঠিকাদারি প্রতিষ্ঠান ইএসকেএম এর প্রধান প্রকৌশলী কনস্তান্তিন তার ব্যবহৃত গাড়ি নিয়ে রাজশাহী বিমান বন্দর থেকে রূপপুর প্রকল্পে আসছিলেন। ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিক্সাকে ধাক্কা দেয় কনস্তান্তিনের গাড়িটি। এতে রিক্সা চালক গুরুতর আহত হয়। স্থানীয়রা উত্তেজিত হয়ে কনস্তান্তিনের গাড়ির চালক আশরাফুলকে আটক করে।

পরে দুর্ঘটনার সংবাদ পেয়ে ঈশ্বরদী ফায়ার সার্ভিস এন্ড সিভিল সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল থেকে আহত রিক্সাচালক ও জনতার হাতে আটক কারের চালক আশরাফুল উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. শাম্মী আকতার অটোরিক্সা চালককে মৃত ঘোষনা করেন। আর প্রাইভেট কারের চালক আশরাফুল সকলের চোখ ফাঁকি দিয়ে হাসপাতাল থেকে পালিয়ে যায়।

ঈশ্বরদী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ইনচার্জ মীর আমিরুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে আহত ব্যক্তির সাথে পরিবারের সদস্য ও প্রত্যক্ষদর্শী ভেবে আরও একজনকে হাসপাতালে আনা হয়। পরে জানতে পারি ওই ব্যক্তিই দুর্ঘটনা সংঘটিত গাড়ির চালক।

ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) মোঃ মনিরুল ইসলাম বলেন, দুর্ঘটনা কবলিত প্রাইভেট কার ও অটোরিক্সাটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। প্রাইভেট কারে থাকা রাশিয়ান নাগরিকদের কোম্পানীর অপর একটি গাড়িতে করে প্রকল্পে চলে গেছেন। এ ব্যাপারের থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। নিহত ব্যক্তির স্বজনদের আবেদনের প্রেক্ষিতে মৃতদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। প্রাইভেট কারের চালক পলাতক রয়েছে এবং তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

এই রকম আরও টপিক

ঈশ্বরদীতে রাশিয়ানের গাড়ির ধাক্কায় রিক্সা চালক নিহত

প্রকাশিত সময় ১১:৪০:৪১ অপরাহ্ন, শনিবার, ৩০ মার্চ ২০২৪



পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কর্মরত রাশিয়ানের ব্যবহৃত প্রাইভেট কারের ধাক্কায় জুবায়ের আলম মনা (৪৫) নামের এক অটোরিক্সা চালকের মৃত্যু হয়েছে।

শনিবার ৩০ মার্চ সন্ধ্যা ৬ টায় ঈশ্বরদী-বানেশ্বর মহাসড়কে গোকুলনগর চারাবটতলার সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত অটোরিক্সা চালক ঈশ্বরদী পৌরসভার ফতেমোহম্মদপুর এলাকার মৃত আলী হোসেন সোনার ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের রাশিয়ান মালিকানাধীন সাব ঠিকাদারি প্রতিষ্ঠান ইএসকেএম এর প্রধান প্রকৌশলী কনস্তান্তিন তার ব্যবহৃত গাড়ি নিয়ে রাজশাহী বিমান বন্দর থেকে রূপপুর প্রকল্পে আসছিলেন। ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিক্সাকে ধাক্কা দেয় কনস্তান্তিনের গাড়িটি। এতে রিক্সা চালক গুরুতর আহত হয়। স্থানীয়রা উত্তেজিত হয়ে কনস্তান্তিনের গাড়ির চালক আশরাফুলকে আটক করে।

পরে দুর্ঘটনার সংবাদ পেয়ে ঈশ্বরদী ফায়ার সার্ভিস এন্ড সিভিল সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল থেকে আহত রিক্সাচালক ও জনতার হাতে আটক কারের চালক আশরাফুল উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. শাম্মী আকতার অটোরিক্সা চালককে মৃত ঘোষনা করেন। আর প্রাইভেট কারের চালক আশরাফুল সকলের চোখ ফাঁকি দিয়ে হাসপাতাল থেকে পালিয়ে যায়।

ঈশ্বরদী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ইনচার্জ মীর আমিরুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে আহত ব্যক্তির সাথে পরিবারের সদস্য ও প্রত্যক্ষদর্শী ভেবে আরও একজনকে হাসপাতালে আনা হয়। পরে জানতে পারি ওই ব্যক্তিই দুর্ঘটনা সংঘটিত গাড়ির চালক।

ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) মোঃ মনিরুল ইসলাম বলেন, দুর্ঘটনা কবলিত প্রাইভেট কার ও অটোরিক্সাটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। প্রাইভেট কারে থাকা রাশিয়ান নাগরিকদের কোম্পানীর অপর একটি গাড়িতে করে প্রকল্পে চলে গেছেন। এ ব্যাপারের থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। নিহত ব্যক্তির স্বজনদের আবেদনের প্রেক্ষিতে মৃতদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। প্রাইভেট কারের চালক পলাতক রয়েছে এবং তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।