সাঁথিয়ায় ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগীতা অনুষ্ঠিত
- প্রকাশিত সময় ০৩:৫৮:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪
- / 84
পাবনা সাঁথিয়া উপজেলার ক্ষেতুপারা ইউনিয়নের রাজাপুরে তিনদিন ব্যাপী ফর্মিন ঐতিহ্যবাহী ঘোড়দৌড়ের চুরান্ত প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ১৩ এপ্রিল এ ঘোড়দৌড় প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
সোমবার ১৫ এপ্রিল সন্ধ্যায় সাঁথিয়া রাজাপুর রেল স্টেশন চত্বরে রাজাপুর গ্রামের যুবসমাজ আয়োজিত এ ঘোড়দৌড় প্রতিযোগিতা আব্দুল আলীমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার বীর মুক্তিযোদ্ধা শামসুল হক টুকু এমপি।
এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গ্রামবাংলার ঐতিহ্যকে ধরে রাখতে ও যুবসমাজকে মাদক থেকে বাঁচাতে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা অতি জরুরী। আর ঘোড়দৌড় প্রতিযোগীতা গ্রামবাংলার ঐতিহ্যবাহী একটি প্রতিযোগীতা। এই প্রতিযোগীতাকে টিকেয়ে রাখতে আমরা সর্বাত্বক চেষ্টা করবো।
তিনি আরও বলেন বাংলাদেশে আজ শান্তিপূর্ণ অবস্থান বিরাজ করছে। এ অবস্থান বিরাজ করায় ক্ষুদা, দারিদ্র ও জঙ্গিবাদ দেশে নেই।
এছাড়া অনুষ্ঠানে বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাসান আলী খাঁন, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা খোকন, ক্ষেতুপাড়া ইউপি চেয়ারম্যান মনসুর আলম পিন্চু, আবু সাইদসহ স্থানীয় আওয়ামীলীগ নেতা ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
ঘোড়দৌড় প্রতিযোগীতায় প্রথম হয়েছে ইংল্যান্ড ভাঙ্গুড়া, পাবনা, ২য় হয়েছে মায়ের দোয়া রামকান্তপুর, পাবনা, ৩য় হয়েছে আট ভাইয়ের মায়া, ঢাকা।