ঢাকা ০৪:০৭ পূর্বাহ্ন, বুধবার, ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞপ্তি :
সারাদেশের জেলা উপোজেলা পর্যায়ে দৈনিক স্বতঃকণ্ঠে সংবাদকর্মী নিয়োগ চলছে । আগ্রহী প্রার্থীগন জীবন বৃত্তান্ত ইমেইল করুন shatakantha.info@gmail.com // দৈনিক স্বতঃকণ্ঠ অনলাইন ও প্রিন্ট পত্রিকায় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৭১১-৩৩৩৮১১, ০১৭৪৪-১২৪৮১৪

ঈশ্বরদীতে বাসাবাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
  • প্রকাশিত সময় ১০:২৭:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
  • / 71



পাবনা ঈশ্বরদীর রূপপুরে একটি বাসাবাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

শুক্রবার ২৬ এপ্রিল দুপুর ৩ টার সময় উপজেলার পাকশী ইউনিয়নের রূপপুর বিবিসি বাজার সংলগ্ন মোঃ রেজাউল ইসলামের বাড়িতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

বাড়ির মালিক রেজাউল বলেন, আমার বাড়িতে মোঃ নুরুজ্জামান (৩৩) নামে একজন পরিবারসহ ভাড়া থাকেন। তিনি রান্না করার জন্য বাড়িতে নতুন গ্যাস সিলিন্ডার নিয়ে আসেন। নতুন সিলিন্ডারে লিকেজের সমস্যা বুঝতে পেরে ঠিক করতে গেলে সিলিন্ডার থেকে আগুনের ঘটনা ঘটে। কোন রকমে তারা ঘর থেকে বাহিরে আসা মাত্র সিলিন্ডার বিস্ফোরিত হয়ে পুরো ফ্লাটে আগুন ছড়িয়ে পরে। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

রেজাউল আরও বলেন, অগ্নিকান্ডে ভাড়াটিয়ার সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে তার প্রায় ৩ লাখ টাকার মত ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়াও ফ্লাটে আমার আসবাবপত্র ছিল সেগুলোও সব পুড়ে ছাই হয়ে গেছে। এতে আমার প্রায় ৮ লাখ টাকার মত ক্ষয়ক্ষতি হয়েছে।

অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া নগদ টাকা।

ভাড়াটিয়া মোঃ নুরুজ্জামান বলেন, দুপুর ৩টার দিকে আমার স্ত্রী রান্না করছিল। এসময় সিলিন্ডারে লিকেজের সমস্যা বুঝতে পেরে ঠিক করতে গেলে সিলিন্ডার থেকে আগুনের ঘটনা ঘটে। কোন রকমে ঘর থেকে বের হয়ে বাহিরে আসা মাত্র সিলিন্ডার বিস্ফোরণ হয় এবং দুটি ঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে ঘরে থাকা নগদ টাকা ও আসবাবপত্রসহ ঘর দুটি পুড়ে ছাই হয়ে যায়।

রুপপুর গ্রীণসিটি মর্ডাণ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর সিনিয়র স্টেশন মাষ্টার আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে দ্রুত সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রফিকুল ইসলাম জানান, অগ্নিকান্ডের খবর পেয়ে ঘটনাস্থল রূপপুর পুলিশ ফাঁড়ির পুলিশ সদস্যরা পরিদর্শন করেছে। গ্যাস সিলন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়েছে এবং এতে প্রায় ১১ লাখ টাকার মত ক্ষতি হয়েছে বলে বাড়ির মালিক দাবী করেছে।

এই রকম আরও টপিক

ঈশ্বরদীতে বাসাবাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ

প্রকাশিত সময় ১০:২৭:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪



পাবনা ঈশ্বরদীর রূপপুরে একটি বাসাবাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

শুক্রবার ২৬ এপ্রিল দুপুর ৩ টার সময় উপজেলার পাকশী ইউনিয়নের রূপপুর বিবিসি বাজার সংলগ্ন মোঃ রেজাউল ইসলামের বাড়িতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

বাড়ির মালিক রেজাউল বলেন, আমার বাড়িতে মোঃ নুরুজ্জামান (৩৩) নামে একজন পরিবারসহ ভাড়া থাকেন। তিনি রান্না করার জন্য বাড়িতে নতুন গ্যাস সিলিন্ডার নিয়ে আসেন। নতুন সিলিন্ডারে লিকেজের সমস্যা বুঝতে পেরে ঠিক করতে গেলে সিলিন্ডার থেকে আগুনের ঘটনা ঘটে। কোন রকমে তারা ঘর থেকে বাহিরে আসা মাত্র সিলিন্ডার বিস্ফোরিত হয়ে পুরো ফ্লাটে আগুন ছড়িয়ে পরে। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

রেজাউল আরও বলেন, অগ্নিকান্ডে ভাড়াটিয়ার সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে তার প্রায় ৩ লাখ টাকার মত ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়াও ফ্লাটে আমার আসবাবপত্র ছিল সেগুলোও সব পুড়ে ছাই হয়ে গেছে। এতে আমার প্রায় ৮ লাখ টাকার মত ক্ষয়ক্ষতি হয়েছে।

অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া নগদ টাকা।

ভাড়াটিয়া মোঃ নুরুজ্জামান বলেন, দুপুর ৩টার দিকে আমার স্ত্রী রান্না করছিল। এসময় সিলিন্ডারে লিকেজের সমস্যা বুঝতে পেরে ঠিক করতে গেলে সিলিন্ডার থেকে আগুনের ঘটনা ঘটে। কোন রকমে ঘর থেকে বের হয়ে বাহিরে আসা মাত্র সিলিন্ডার বিস্ফোরণ হয় এবং দুটি ঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে ঘরে থাকা নগদ টাকা ও আসবাবপত্রসহ ঘর দুটি পুড়ে ছাই হয়ে যায়।

রুপপুর গ্রীণসিটি মর্ডাণ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর সিনিয়র স্টেশন মাষ্টার আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে দ্রুত সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রফিকুল ইসলাম জানান, অগ্নিকান্ডের খবর পেয়ে ঘটনাস্থল রূপপুর পুলিশ ফাঁড়ির পুলিশ সদস্যরা পরিদর্শন করেছে। গ্যাস সিলন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়েছে এবং এতে প্রায় ১১ লাখ টাকার মত ক্ষতি হয়েছে বলে বাড়ির মালিক দাবী করেছে।