বিজ্ঞপ্তি :
ভূঞাপুরে স্কুলের ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু
ভূঞাপুর প্রতিনিধি
- প্রকাশিত সময় ০৭:২৭:২২ অপরাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪
- / 75
টাঙ্গাইলের ভূঞাপুরের বিলচাপড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিনতলা ভবন থেকে পড়ে সুমন মন্ডল (২৬) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
রবিবার ১৯ মে সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুমন মন্ডল উপজেলা গোবিন্দাসী ইউনিয়নের রুহুলী মধ্যে পাড়ার ছামসুল মণ্ডলের ছেলে। পেশায় সে একজন নির্মাণ শ্রমিক।
স্থানীয় সুত্রে জানা যায়, সকালে বিলপাচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিনতলা ছাদ ঢালাই কাজের জন্য অন্যান্য শ্রমিকদের সাথে সুমন মন্ডল কাজে যান। তিনতলায় কাজ করার সময় বাঁশের মাচা ভেঙে সুমন মন্ডল নিচে পড়ে যায়।
পরে তার অবস্থা আশঙ্কাজনক হলে তাকে উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।