রাজশাহীতে শহীদ এএইচএম কামারুজ্জামানের সমাধিতে স্বাচিপ নেতৃবৃন্দের শ্রদ্ধা
- প্রকাশিত সময় ০৫:৪৮:১৭ অপরাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪
- / 63
মহান স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর জাতীয় চার নেতার অন্যতম শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান হেনার সমাধিস্থলে পুস্প স্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) রাজশাহী জেলা ও মেডিকেল কলেজ শাখার নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ।
সোমবার ২০ মে সকালে কাদিরগঞ্জে পৃথকভাবে এই শ্রদ্ধা নিবেদন করেন তারা।
এরপর স্বাধীনতা চিকিৎসক পরিষদ রাজশাহী জেলার সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় পুস্প স্তবক অর্পণ করেন বাংলাদেশ আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপকমিটির সদস্য, রাজশাহী জেলা আওয়ামীলীগের সদস্য এবং যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. আনিকা ফারিহা জামান অর্ণা।
শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান হেনার আত্মার মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, স্বাধীনতা চিকিৎসক পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ডা. নওশাদ আলী, স্বাধীনতা চিকিৎসক পরিষদ, রাজশাহী জেলার সভাপতি ডা. এফএমএ জাহিদ, সাধারণ সম্পাদক ডা. আনিকা ফারিহা জামান অর্ণা, রাজশাহী মেডিকেল কলেজ শাখার সভাপতি ডা. মোহাম্মদ মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক ডা. রাকিব সাদি সহ আওয়ামীলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।