উচ্চ আদালতের রায়ে প্রার্থীতা ফিরে পেলেন রানা সরদার
- প্রকাশিত সময় ০৮:৫১:৫১ অপরাহ্ন, সোমবার, ২৭ মে ২০২৪
- / 68
ঈশ্বরদী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী এমদাদুল হক রানা সরদারের প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশনের দেওয়া সিদ্ধান্ত স্থগিত করেছেন উচ্চ আদালত।
রবিবার ২৬ মে নির্বাচন কমিশন (ইসি) ঈশ্বরদী উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীকে প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থী রানা সরদারের প্রার্থীতা বাতিল করেন।
ইসির সেই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে প্রার্থিতা ফিরে পেতে উচ্চ আদালতে রিট আবেদন করেন রানা সরদার।
তারই পরিপ্রেক্ষিতে সোমবার ২৭ মে বিচারপতি মো. ইকবাল কবির ও মো. আক্তারুজ্জামানের উচ্চ আদালতের একটি বেঞ্চ এ আদেশ দেন।
উচ্চ আদালতের এই আদেশে রানা সরদারের নির্বাচনে অংশ নিতে আর কোন বাধা নেই।
উচ্চ আদালত ইসির প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত স্থগিত করে রুল জারি করেছেন। সেই সঙ্গে তাকে নির্বাচনে অংশ নিতে সুযোগ দেওয়ারও নির্দেশ দিয়েছেন।
প্রসঙ্গত, ৩য় ধাপে আগামী ২৯ মে অনুষ্ঠিত হতে যাওয়া ঈশ্বরদী উপজেলা পরিষদ নির্বাচনে তিনজন প্রার্থীর একজন আনারস প্রতীকের এমদাদুল হক রানা সরদার। প্রতীক পেয়ে আচরণ বিধি লঙ্ঘন করে মিছিল করেন তিনি।
অপর প্রতিদ্বন্দ্বি প্রার্থী আবুল কালাম আজাদ (মোটর সাইকেল) রিটার্নিং অফিসার বরাবর রানা সরদারের বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের লিখিত অভিযোগ করেন। এরই প্রেক্ষিতে তাঁকে নির্বাচন কমিশনে তলব করে জবাব দিতে বলা হয়। তার দেয়া জবাবে সন্তুষ্ট না হওয়ায় তার প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত নিয়েছিল নির্বাচন কমিশন (ইসি)।