ঢাকা ০৪:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ২৯ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞপ্তি :
সারাদেশের জেলা উপোজেলা পর্যায়ে দৈনিক স্বতঃকণ্ঠে সংবাদকর্মী নিয়োগ চলছে । আগ্রহী প্রার্থীগন জীবন বৃত্তান্ত ইমেইল করুন shatakantha.info@gmail.com // দৈনিক স্বতঃকণ্ঠ অনলাইন ও প্রিন্ট পত্রিকায় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৭১১-৩৩৩৮১১, ০১৭৪৪-১২৪৮১৪

ঈশ্বরদীতে আছাদ চানাচুর কোম্পানির মালিক হেরোইনসহ আটক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
  • প্রকাশিত সময় ০৮:১০:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুন ২০২৪
  • / 143



পাবনা ঈশ্বরদীর জনপ্রিয় আছাদ চানাচুর কোম্পানি লিমিটেডের মালিক আশিকুর রহমান সুজনকে (৪২) হেরোইনসহ আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার ২০ জুন সকালে পৌর শহরের নুরমহল্লা বস্তিপাড়ার কালুর বাড়ি থেকে সুজনকে আটক করে আমবাগান পুলিশ ফাঁড়ি।

আটক সুজন পৌর শহরের নুরমহল্লার মৃত বদর উদ্দিনের ছেলে ও আছাদ চানাচুর কোঃ লিঃ মালিকদের মধ্যে একজন।

এ সময় একই এলাকার মৃত আব্দুর রহিমের ছেলে মোঃ রনি ওরফে কালু (৩০) নামের একজনকেও আটক করা হয়েছে। আটকের সময় সুজনের নিকট থেকে বেশ কিছু গ্রাম হেরোইন উদ্ধার করা।

স্থানীয় এলাকাবাসী জানান, ঈশ্বরদীর জনপ্রিয় আছাদ চানাচুর কোম্পানি লিমিটেড মালিক বদর উদ্দিন বিয়ে করার আগে ভাতিজা আছাদের নামে চানাচুর ফ্যাক্টরি স্থাপন করেন। আছাদ চানাচুর নামেই প্রতিষ্ঠানটি ঈশ্বরদীসহ আশেপাশের এলাকায় প্রচার পায়। শিল্পপতি বদর উদ্দিন মারা গেলে কোম্পানিটির ওয়ারিশ সুত্রে তিন ছেলে মালিক হন। এদের একজন আশিকুর রহমান সুজন।

এলাকাবাসী ও থানা সূত্র জানায়, আছাদ চানাচুর কোম্পানির আড়ালে পরিবারের সদস্যরা মাদক ব্যবসা করে থাকতে পারে। কারণ এর আগে কোম্পানির অপর এক মালিক পুলিশের হাতে ফেন্সিডিলসহ আটক হয়েছিল।

আছাদ চানাচুর কোম্পানি লিমিটেড অপর মালিক জনি জানান, তার ভাই আশিকুর রহমান সুজন হেরোইনের ব্যবসা করেন না। তিনি সেবন করেন। বাড়ি থেকে বেশ কিছু টাকা নিয়ে হেরোইন সেবন করতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছে। খবর পেয়ে আমবাগান ফাঁড়িতে গিয়ে জানতে পেরে সুজনের রেখে যাওয়া ৩০ হাজার টাকা এক মহিলার নিকট থেকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে বলেও জানান জনি।

ঈশ্বরদী থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মোঃ মনিরুল ইসলাম জানান, আজাদ চানাচুর কোঃ লিঃ অন্যতম মালিক আশিকুর রহমান সুজন ও তার এক সহযোগি রনি ওরফে কালুকে হেরোইনসহ আটক করা হয়েছে। মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

এই রকম আরও টপিক

ঈশ্বরদীতে আছাদ চানাচুর কোম্পানির মালিক হেরোইনসহ আটক

প্রকাশিত সময় ০৮:১০:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুন ২০২৪



পাবনা ঈশ্বরদীর জনপ্রিয় আছাদ চানাচুর কোম্পানি লিমিটেডের মালিক আশিকুর রহমান সুজনকে (৪২) হেরোইনসহ আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার ২০ জুন সকালে পৌর শহরের নুরমহল্লা বস্তিপাড়ার কালুর বাড়ি থেকে সুজনকে আটক করে আমবাগান পুলিশ ফাঁড়ি।

আটক সুজন পৌর শহরের নুরমহল্লার মৃত বদর উদ্দিনের ছেলে ও আছাদ চানাচুর কোঃ লিঃ মালিকদের মধ্যে একজন।

এ সময় একই এলাকার মৃত আব্দুর রহিমের ছেলে মোঃ রনি ওরফে কালু (৩০) নামের একজনকেও আটক করা হয়েছে। আটকের সময় সুজনের নিকট থেকে বেশ কিছু গ্রাম হেরোইন উদ্ধার করা।

স্থানীয় এলাকাবাসী জানান, ঈশ্বরদীর জনপ্রিয় আছাদ চানাচুর কোম্পানি লিমিটেড মালিক বদর উদ্দিন বিয়ে করার আগে ভাতিজা আছাদের নামে চানাচুর ফ্যাক্টরি স্থাপন করেন। আছাদ চানাচুর নামেই প্রতিষ্ঠানটি ঈশ্বরদীসহ আশেপাশের এলাকায় প্রচার পায়। শিল্পপতি বদর উদ্দিন মারা গেলে কোম্পানিটির ওয়ারিশ সুত্রে তিন ছেলে মালিক হন। এদের একজন আশিকুর রহমান সুজন।

এলাকাবাসী ও থানা সূত্র জানায়, আছাদ চানাচুর কোম্পানির আড়ালে পরিবারের সদস্যরা মাদক ব্যবসা করে থাকতে পারে। কারণ এর আগে কোম্পানির অপর এক মালিক পুলিশের হাতে ফেন্সিডিলসহ আটক হয়েছিল।

আছাদ চানাচুর কোম্পানি লিমিটেড অপর মালিক জনি জানান, তার ভাই আশিকুর রহমান সুজন হেরোইনের ব্যবসা করেন না। তিনি সেবন করেন। বাড়ি থেকে বেশ কিছু টাকা নিয়ে হেরোইন সেবন করতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছে। খবর পেয়ে আমবাগান ফাঁড়িতে গিয়ে জানতে পেরে সুজনের রেখে যাওয়া ৩০ হাজার টাকা এক মহিলার নিকট থেকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে বলেও জানান জনি।

ঈশ্বরদী থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মোঃ মনিরুল ইসলাম জানান, আজাদ চানাচুর কোঃ লিঃ অন্যতম মালিক আশিকুর রহমান সুজন ও তার এক সহযোগি রনি ওরফে কালুকে হেরোইনসহ আটক করা হয়েছে। মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।