পাবনা জেলা তথ্য অফিসের উদ্যোগে ঈশ্বরদীতে নারী সমাবেশ
- প্রকাশিত সময় ০৮:২২:২২ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪
- / 18
পাবনা জেলা তথ্য অফিসের উদ্যোগে গণযোগাযোগ অধিদপ্তরের নিয়মিত প্রচার কর্মসূচি বার্ষিক কর্মসম্পাদন চুক্তির আওতায় ঈশ্বরদীতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ১৮ নভেম্বর ঈশ্বরদী উপজেলার শৈলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই নারী সমাবেশ অনুষ্ঠিত হয়।
সিনিয়র তথ্য অফিসার মোঃ সামিউল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুবীর কুমার দাশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) ফারহানা খান।
প্রধান অতিথি উপস্থিত সকল অভিভাবকদেরকে তাদের সন্তানদের সামাজিক ও নৈতিক শিক্ষা দেয়ার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। তিনি শিক্ষা, স্বাস্থ্য, স্যানিটেশন, যৌতুক ও বাল্য বিবাহ প্রতিরোধ, নারীর ক্ষমতায়ন, মাদক প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে পরিবার ও সমাজ থেকে বিশেষ দায়িত্বপূর্ণ ভূমিকা পালনের গুরুত্ব তুলে ধরেন।
তিনি মানবিক বাংলাদেশ গড়তে নতুন প্রজন্মকে এখন থেকেই নৈতিক ও মূল্যবোধের চর্চার মাধ্যমে প্রস্তুত করতে সকল মায়েদের প্রতি বিশেষ অনুরোধ করেন। বিশেষ করে সমাজের সকলকে যথাযথ দায়িত্বপূর্ণ ভূমিকা পালনের মাধ্যমে একটি আলোকিত সমাজ প্রতিষ্ঠায় অংশগ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ জানান।
এছাড়াও তিনি ২৪ অক্টোবর থেকে শুরু হওয়া এইচপিভি টিকাদান ক্যাম্পেইনে ৫ম থেকে ৯ম শ্রেণী এবং বিদ্যালয়ের বাইরে ১০ থেকে ১৪ বছর পর্যন্ত যে সকল মেয়েরা এখনও টিকা গ্রহণ করেনি তাদের অতিসত্বর রেজিস্ট্রেশনপূর্বক টিকা গ্রহণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপস্থিত সকলকে অনুরোধ করেন।
বিশেষ অতিথি শিক্ষার গুরুত্ব তুলে ধরার পাশাপাশি মায়েদেরকে সঠিকভাবে সন্তান লালন পালনসহ তাদের পরিবারে শিক্ষাবান্ধব পরিবেশ বজায় রাখার ওপর বিশেষ দৃষ্টি দিতে অনুরোধ করেন।
সভাপতি মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে আগামী প্রজন্মকে সঠিকভাবে বিকশিত করার জন্য একটি অনুকূল পরিবেশ সৃষ্টিতে অভিভাবকসহ সকলের প্রতি বিশেষ আহবান জানান। তিনি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে যত্নশীল হওয়াসহ শিশু-কিশোরদের মোবাইল ফোনে আসক্তি নিরসনে সকলকে বিশেষ যত্নবান হওয়ার অনুরোধ করেন। পাশাপাশি বাল্যবিবাহ, মাদক প্রতিরোধে সামাজিক দায়িত্ববোধ ও সচেতনতার গুরুত্ব বিশেষ করে মায়েদের ভূমিকার কথা তুলে ধরেন।
এছাড়াও তিনি সাম্প্রতিক সময়ে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ সচেতনতা, বিশেষ করে মশার বংশ বৃদ্ধি রোধ করাসহ জ্বর হলে কোন ধরনের অবহেলা না করার জন্য সকলকে অনুরোধ করেন।
অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন- সহকারী উপজেলা শিক্ষা অফিসার আসলাম হোসেন, শৈলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দা তানজিনা সুলতান, দাতা সদস্য আবুল হোসেন।
নারী সমাবেশে শিক্ষক অভিবাবকসহ প্রায় দুই শতাধিক নারী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের পূর্বে বিষয় ভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।