ভারতীয় ৪৫০ বস্তা অবৈধ চিনিহস গ্রেফতার-২
- প্রকাশিত সময় ০৭:২৪:১০ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
- / 21
পাবনার বেড়া উপজেলার আমিনপুরে ভারতীয় ৪৫০ বস্তা অবৈধ চিনিসহ ২ জনকে গ্রেফতার করেছে আমিনপুর থানা পুলিশ।
আটকৃতরা হলেন- সাভারের ছোট চন্দ্রইল এলাকার হেলাল উদ্দিনের ছেলে ট্রাক চালক শহিদুল ইসলাম (৪০) ও সাভার সাটুরিয়া এলাকার বাবুর ছেলে চালকের সহযোগী কাউসার (২০)।
সোমবার ২৫ নভেম্বর ভোর রাত আনুমানিক ৫ টার দিকে উপজেলার কাজিরহাট ফেরিঘাট এলাকা থেকে চোরাইপথে আসা ভারতীয় অবৈধ চিনি ভর্তি ট্রাকটি জব্দ করা হয়েছে।
জানা গেছে, ৫০ কেজির মোট ৪৫০ বস্তা অবৈধ চিনি ট্রাকে করে সিলেটের হরিপুর হতে রংপুরের উদ্দেশ্যে রওনা হয়ে কাজিরহাট ফেরিঘাটে এসে পৌঁছালে গোপন সংবাদের ভিত্তিতে আমিনপুর থানা পুলিশ ট্রাক সহ ঐ ২ জনকে আটক করে থানায় নিয়ে আসে।
স্থানীয় এলাকাবাসী জানায়, দীর্ঘদিন শুল্ক ফাঁকি দিয়ে একটি প্রভাবশালী মহলের ছত্রছায়ায় চোরাইপথে ভারতীয় অবৈধ চিনির রমরমা ব্যবসা চালাচ্ছেন। এতে সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। এ পথে এর আগেও বিপুল পরিমান ভারতীয় চিনি ও ট্রাকসহ কয়েকজনকে আটক করেছিলেন র্যাব।
ঘটনার সত্যতা স্বিকার করে আমিনপুর থানার ভারপাপ্ত কর্মকর্তা সৈয়দ আলমগীর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে ভারতীয় চোরাই চিনি ভর্তি একটি ট্রাক ফেরি পার হচ্ছে। ভোর রাত আনুমানিক ৫টার দিকে কাজিরহাট ঘাট এলাকায় অভিযান চালিয়ে ৪৫০ বস্তা ভারতীয় অবৈধ চিনি ও ট্রাকসহ ২ জনকে আটক করা হয়েছে। তদন্ত চলছে এবং তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।