বিজ্ঞপ্তি :
আটঘরিয়ায় বাসার তালা ভেঙে ৩০ লাখ টাকার মালামাল চুরি

আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি
- প্রকাশিত সময় ০৮:৫০:১৪ অপরাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫
- / 122
আটঘরিয়া উপজেলা পরিষদ সংলগ্ন দেবোত্তর বাজারের উত্তর পাশে বসবাসরত ব্যাংক ম্যানেজার মিজানুর রহমানের তৃতীয় তলার ভাড়াটিয়া বাসার তালা ভেঙে শনিবার (১২ এপ্রিল) প্রকাশ্য দিবালোকে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। এতে চোর প্রায় ৩০ লাখ টাকার মালামাল নিয়ে যায়।
জানা গেছে, একদন্ত বাজারে অবস্থিত গ্রামীণ ব্যাংক ম্যানেজার মিজানুর রহমান দেবোত্তরস্ত আটঘরিয়া উপজেলা পরিষদ সংলগ্ন উত্তর পাশের বিএডিসির সার গুদামের পাশে জনৈক রুহুল আমিনের বাসার তৃতীয় তলায় স্বপড়িবারে ভাড়া থাকতেন। ঐদিন মিজানুর রহমান সকাল ৯ টার দিকে তার কর্মস্থলের উদ্দেশ্যে এবং তার স্ত্রী পাবনায় মেয়ের কোচিং করাতে একযোগে বেরিয়ে যান। এসুযোগে একটি সঙ্ঘবদ্ধ চোর ওই বাসার তালা ভেঙে আলমারি, শোকেস, বিছানাপত্র তছনছ করে নগদ ১৫ হাজার টাকা এবং প্রায় ১৯ ভরি সোনার গহনাসহ প্রায় ৩০ লাখ টাকার মালামাল নিয়ে চম্পট দেয়।










