আটঘরিয়ায় ১৫ মণ্ডপে পালিত হচ্ছে শারদীয় দুর্গাপূজা

- প্রকাশিত সময় ০৫:১২:২১ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
- / 69
সনাতন ধর্ম হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজাতে এবার আটঘরিয়া উপজেলার ১৫ মণ্ডপে আনন্দঘন পরিবেশে দুর্গাপূজা পালিত হচ্ছে। ২২ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত এই পূজা চলবে।
এ উপলক্ষে প্রতিটি মন্ডপে নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার স্বার্থে ১৯ সেপ্টেম্বর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিনহাজুল ইসলামের সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ, বিভিন্ন পূজা মন্ডপের নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ। প্রস্তুতি সভায় মন্দির ও পূজা দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিন্তে বিভিন্ন পদক্ষে গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়। ২২ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত এই দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
আটঘরিয়া যে ১৫ পূজা মন্ডপে পূজা অনুষ্ঠিত হবে সেগুলি হল আটঘরিয়া থানাপাড়া কেনন্দ্রিয় মাতৃ মন্দির, উপজেলা কেন্দ্রীয় কালী মন্দির, উত্তরচক কেন্দ্রীয় ঠাকুরবাড়ি কালী মন্দির, দেবোত্তর শ্রী শ্রী বারোয়ারী কালী মন্দির, চাঁদভা শাহাপাড়া বারোয়ারী দুর্গা মন্দির, খিদিরপুর বারোয়ারী শিব মন্দির, খিদিরপুর দক্ষিণপাড়া দূর্গা মন্দির, বাচামারা বারোয়ারী দূর্গা মন্দির, গোড়রী সর্বজনীন দুর্গা মন্দির, আদি দুর্গা মন্দির, একদন্ত বারোয়ারী দুর্গা মন্দির, লক্ষীপুর নিমতলা দূর্গা মন্দির, কৈজুরী শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দির, স্বর্গীয় বাবু কানাইলাল রায় দুর্গা মন্দির ও লক্ষীপুর কালিবাড়ি দূর্গা মন্দির।
এসব মন্দিরের নিরাপত্তায় আইন-শৃঙ্খলা বাহিনীর সতর্ক নজরদারি থাকবে।