আটঘরিয়ার চাঁদভা ইউনিয়ন মহিলা দলের উদ্যোগে বিশাল কর্মী সমাবেশ অনুষ্ঠিত

- প্রকাশিত সময় ০৬:৪৫:৫১ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
- / 52
আটঘরিয়া উপজেলার চাঁদভা ইউনিয়ন জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে এক বিশাল মহিলা কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ২১ সেপ্টেম্বর জাতীয়তাবাদী মহিলা দলের এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন মহিলা দলের সভানেত্রী মেহেরুন্নেসা শাহজাহান, প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক আতাউর রহমান রানা এবং প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন আলম।
সমাবেশে অন্যান্যদের মাঝে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি আজাহার আলী, ইউনিয়ন বিএনপির নেতা আশরাফুল ইসলাম, পৌর যুবদলের সদস্য সচিব আনোয়ারুল ইসলাম। এছাড়াও উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপির এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমাবেশের বিভিন্ন পারাম্যহল্য থেকে সহস্রাধিক মহিলা কর্মী অংশগ্রহণ করে।
অনুষ্ঠানের প্রধান অতিথি আতাউর রহমান রানা বলেন, জামায়াতের মিথ্যা প্রচারণার বিরুদ্ধে মহিলা কর্মীকে এখন থেকেই ঘরে ঘরে ধানের শীষের পক্ষে প্রচারণা চালাতে হবে। প্রধান বক্তা মনোয়ার হোসেন আলম মহিলাদের উদ্দেশ্যে বলেন, জামায়াত বেহেস্তের টিকিট বিক্রি করছে, দাঁড়িপাল্লায় ভোট দিলে বেহেশতের টিকিট পাওয়া যাবে, জামায়াতের এমন প্রচারণা ও মিথ্যার বিরুদ্ধে আপনাদের সোচ্চার হতে হবে। তাছাড়া জামায়াত মাত্র ২ মাস আগেও এখানকার বিএনপির ওপর নির্যাতন, ভাঙচুর করে, এই সন্ত্রাসী দলের বিরুদ্ধে কথা বলতে হবে। তিনি বলেন, জামায়াত আগে বিএনপির ঘাড়ে চড়ে এখন বিএনপির বিরুদ্ধে কাজ করছে, তারা নানা বাহানা করে আগামী সংসদ নির্বাচন বাণচলের ষড়যন্ত্র করছে, আমরা তা হতে দেবো না।