ঈশ্বরদীতে আরএনপিপি’র বাসের ধাক্কায় যুবক নিহত

- প্রকাশিত সময় ০৭:১৫:৩৬ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
- / 61
ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের রাশিয়ান নাগরিকদের বহনকারী মিনিবাসের ধাক্কায় এক যুবক নিহত হয়েছেন।
সোমবার ২২ সেপ্টেম্বর বিকালে দাশুড়িয়া – লালন শাহ সেতু মহাসড়কের দিয়াড় বাঘইল ক্লাবমোড় এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম সম্রাট হোসেন (২৯)। তিনি ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নের রূপপুর মোড় এলাকার রকিবুল ইসলামের ছেলে। সম্রাট পেশায় পুরি, সিঙ্গারা বিক্রেতা ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্রাট রূপপুর মোড় থেকে মোটরসাইকেল যোগে নতুনহাট মোড়ের দিকে যাচ্ছিলেন। পথে রাশিয়ান নাগরিকদের বহনকারী মিনিবাস (ঢাকা মেট্রো-ঝ ১২-০২২১) তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তার ওপর পড়ে গেলে বাসটির চাকায় পৃষ্ঠ হয়ে গুরুতর আহত হন।
পরে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের চাচা মুকুল হোসেন বলেন, সম্রাট প্রতিদিনের মতো কাজের উদ্দেশ্যে যাচ্ছিল। হঠাৎ এভাবে তার মৃত্যুতে আমরা বাকরূদ্ধ হয়ে পড়েছি।
পাকশী হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) কল্লোল কুমার বলেন, খবর পেয়ে পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশ উদ্ধার করেছে। ঘাতক মিনিবাসটি জব্দ করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।