বিজ্ঞপ্তি :
সাঁথিয়ায় সাপে কামড়ে যুবকের মৃত্যু

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি
- প্রকাশিত সময় ০৪:১৭:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
- / 45
পাবনার সাঁথিয়ায় সাপের কামড়ে ইসলাম (৩৪) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
ইসলাম উপজেলার পুরান ধুলাউরি গ্রামের মফিজ উদ্দিনের ছেলে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ভোররাতে।
পারিবারিক সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে নিজ ঘরে চৌাকতে ঘুমিয়ে পড়েন ইসলাম। ভোররাতে ইসলামের হাতে বিষধর সাপ কামড় দিয়ে ঝুলতে থাকে। এসময় ইসলাম তার হাত থেকে বিষধর সাপটিকে টেনে ছাড়ান। সঙ্গে সঙ্গে তাকে এ্যামবুলেন্সে করে এনায়েতপুর হাসপাতালে নেওয়ার পথে সকাল ৬টার দিকে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
বিষয়টি নিশ্চিত করেছেন ওই গ্রামের আনছার ভিডিপির কমান্ডার হাবিবুর রহমান।