হাবিবের মনোনয়ন নিশ্চিত হওয়ার সংবাদে আটঘরিয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

- প্রকাশিত সময় ০৫:০০:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
- / 58
আসন্ন সংসদ নির্বাচনে পাবনা-৪ আসনে বিএনপি’র মনোনয়ন নিশ্চিত হওয়ার সংবাদ প্রকাশের পর সোমবার (২২ সেপ্টেম্বর) আটঘরিয়া বিএনপি “এইমাত্র খবর এলো, হাবিব ভাই মনোনয়ন পেল” স্লোগানে আটঘরিয়ার বিভিন্ন স্থানে আনন্দ মিছিল শেষে আলোচনা সভা ও মিষ্টি বিতরণ করা হয়।
নির্বাচন যতই এগিয়ে আসছে বিভিন্ন দলের প্রার্থীর মনোনয়ন পরিষ্কার হচ্ছে। এর আগে বিএনপির পক্ষ থেকে প্রাথমিকভাবে পাবনা জেলা বিএনপির আহবায়ক ও চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবকে মাঠে নির্বাচনী কাজ করার অনুমতি দেওয়া হলে হাবিবের পক্ষে দলীয় নেতাকর্মীরা মিছিল-মিটিং শুরু করে।
কিন্তু এর মাঝে বিএনপির অন্যতম নেতা জাকারিয়া পিন্টু মনোনয়ন প্রত্যাশী হয়ে জনসংযোগ শুরু করলে চূড়ান্ত মনোনয়ন প্রাপ্তি নিয়ে দলীয় নেতাকর্মীদের মাঝে দ্বিধাদ্বন্দ্ব দেখা দেয়।
কিন্তু সোমবার (২২ সেপ্টেম্বর) বিভিন্ন পত্রপত্রিকায় বিএনপি থেকে হাবিবের পক্ষে চূড়ান্ত সিদ্ধান্তের সবুজ সংকেত সংবাদ প্রকাশিত হয়। এ কারণে সাথে সাথে আটঘরিয়ার বিএনপি নেতাকর্মীদের মাঝে খুশি ও আনন্দের বন্যা বয়ে যায় এবং বিভিন্ন স্থানে আনন্দ মিছিল শুরু হয়।
এ দিন বিকালেই জেলা যুবদলের সহ-সংগঠনিক সম্পাদক আরিফ হোসেনের নেতৃত্বে দেবোত্তর ইউনিয়নের গোড়রী বাজারে বিশাল আনন্দ মিছিল বের হয় এবং স্লোগান দিতে থাকে “এইমাত্র খবর এলো, হাবিব ভাই মনোনয়ন পেল, আমরা সবাই জিয়ার সেনা, আটঘরিয়ার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, দেবত্তরের পক্ষ থেকে, গোড়রীর পক্ষ থেকে ধানের শীষের শুভেচ্ছা” ইত্যাদি।
আনন্দ মিছিল মেষে আলোচনা সভায় বক্তব্য রাখেন আরিফ হোসেন। বক্তব্য শেষে মিষ্টি বিতরণ করা হয়।
আনন্দ মিছিল শেষে আরিফ তার বক্তব্য বলেন, আজ থেকে সবাইকে ধানের শীষের ভোটের জন্য পাড়া মহল্লায় ঝাঁপিয়ে পড়তে হবে, মনোনয়ন চূড়ান্ত হওয়ায় সবাই ঐক্যবদ্ধভাবে হাবিবের পক্ষে কাজ করতে হবে, আমাদের মধ্যে কোন ভেদাভেদ নাই, আমরা সবাই ধানের শীষের পক্ষে।
এছাড়া উপজেলা বিএনপির উদ্যোগে পরেরদিন দেবোত্তর বাজারে আনন্দ মিছিল বের করা হয়। একই ভাবে চাঁদভা ও একদন্ত ইউনিয়নে আনন্দ মিছিল বের করা হয়।