ঢাকা ১১:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞপ্তি :
সারাদেশের জেলা উপোজেলা পর্যায়ে দৈনিক স্বতঃকণ্ঠে সংবাদকর্মী নিয়োগ চলছে । আগ্রহী প্রার্থীগন জীবন বৃত্তান্ত ইমেইল করুন shatakantha.info@gmail.com // দৈনিক স্বতঃকণ্ঠ অনলাইন ও প্রিন্ট পত্রিকায় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৭১১-৩৩৩৮১১, ০১৭৪৪-১২৪৮১৪

ভাঙ্গুড়ায় চাঁদা দাবীর প্রতিবাদে শিল্প ও বণিক সমিতির মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

বার্তাকক্ষ
  • প্রকাশিত সময় ০৫:১৮:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
  • / 58



পাবনার ভাঙ্গুড়ায় পাবনা মোটর শ্রমিক ইউনিয়নের ভাঙ্গুড়া উপজেলা শাখার সভাপতি ও ভাঙ্গুড়া পৌর বিএনপি-র সাংগঠনিক সম্পাদক মোতালেব হোসেনের চাঁদা দাবীর প্রতিবাদে শিল্প ও বণিক সমিতির ব্যনারে মানববন্ধন ও বিক্ষোভ করা হয়েছে।

মঙ্গলবার ২৩ সেপ্টেম্বর বেলা ১১টার দিকে উপজেলার পৌর সদরের বকুল ভাঙ্গুড়া বাজারের বকুলতলা চত্বরে ঘন্টা ব্যাপী মনববন্ধন পালন করেন। এতে শরৎনগর ও ভাঙ্গুড়া বাজারের শতাধিক ব্যবসায়ী অংশ গ্রহণ করেন।

জানা যায়- গত ০৪ সেপ্টেম্বর ২০২৫ রাত ৯টার দিকে ভাঙ্গুড়া বাজারের বকুলতলায় অবস্থিত বিশিষ্ট ব্যবসায়ী এ.কে.এম. হানিফ (বাবলু) সাহেবের নিজস্ব অফিসে পাবনা মোটর শ্রমিক ইউনিয়নের ভাঙ্গুড়া উপজেলা শাখার সভাপতি মোতালেব হোসেন গং প্রকাশ্যে প্রবেশ করে ভয়ভীতি প্রদর্শন করে। তিনি বাবলু সাহেবের নিকট ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন এবং টাকা না দিলে জীবননাশের হুমকি প্রদান করেন।

ভাঙ্গুড়া শিল্প ও বনিক সমিতি ভাঙ্গুড়া সহ সভাপতি মোঃ সাইফুল ইসলামের নেতৃত্বে মানববন্ধনে বক্তব্য দেন, ভাঙ্গুড়া বণিক সমিতির উপদেষ্টা ও সাবেক সভাপতি হাফিজ উদ্দীন বাহার, সদস্য আশরাফ আলী ও একতা এন্টারপ্রাইজের সত্বাধিকারী কেএম হানিফ বাবলু, উপজেলা বিএনপি-র যুগ্ম আহব্বায়ক আনিছুর রহমান লিটন, উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি হুমায়ন কবির, উপজেলা যুবদলের যুগ্ম আহব্বায়ক আশরাফ আলীসহ প্রমুখ।

বক্তারা বলেন, গত ৫ আগস্টের তারিখের পর ভাঙ্গুড়ায় ব্যবসায়ী সমাজকে ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায়ের ঘৃণ্য ঘটনা আমরা কোনোভাবেই মেনে নেব না। এটি একটি স্পষ্ট চাঁদাবাজি, এটি একটি সন্ত্রাসী কর্মকাণ্ড, এটি ব্যবসায়ী সমাজের নিরাপত্তার উপর নগ্ন আঘাত। ব্যবসায়ী সমাজ চাঁদাবাজদের কাছে মাথা নত করবে না-রক্ত দিয়ে হলেও প্রতিরোধ করবে। কোনো রাজনৈতিক দলের ছত্র ছায়ায় হলেও তা প্রতিহত করা হবে।

এসময় তারা চার দফা বাদী তুলে ধরেন, ১) ‘অবিলম্বে মোতালেব হোসেন গং-কে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শান্তি প্রদান করতে হবে। ২) ব্যবসায়ী এ.কে.এম. হানিফ (বাবলু) সাহেবের লিখিত অভিযোগ তদন্ত সাপেক্ষে দ্রুত আইনানুগ ব্যবস্থা নিতে হবে। ৩) রাজনৈতিক দলের শৃঙ্খলা ভঙ্গের দায়ে মোতালেব হোসেনকে সমস্ত পদ পদবী থেকে বহিষ্কার করতে হবে। ৪) ব্যবসায়ী সমাজের নিরাপত্তা নিশ্চিতে ভাঙ্গুড়া বাজারে স্থায়ীভাবে বিশেষ পুলিশ টহল জোরদার করতে হবে।’

তারা আরও বলেন, ‘প্রশাসনকে স্পষ্ট ভাষায় জানাচ্ছি- ব্যবসায়ী সমাজকে চাঁদাবাজি ও সন্ত্রাসের হাতে ছেড়ে দেওয়া যাবে না। যদি দ্রুত কার্যকর ব্যবস্থা না নেওয়া হয়, তবে ভাঙ্গুড়া শিল্প ও বণিক সমিতি অবস্থান কর্মসূচি, বাজার বন্ধসহ কঠোর আন্দোলনে নামবে। এর সমস্ত দায়ভার প্রশাসনের ওপর বর্তাবে।’

এরপর ব্যবসায়ীবৃন্দ ‘চাঁদাবাজি বন্ধ করো, ব্যবসায়ী সমাজকে বাঁচাও।’ ‘ব্যবসায়ীদের রক্তের ঘামে গড়া টাকা সন্ত্রাসীদের হাতে যাবে না।’ ‘ব্যবসায়ীদের প্রাণের নিরাপত্তা চাই, নয়তো বাজার অচল হবে।’ সম্বলিত প্লেকার্ড বহন করে একটি বিক্ষেভ মিছিল বকুলতলা থেকে ভাঙ্গুড়া বাসস্ট্যান্ড হয়ে ঘুরে একইস্থানে এসে শেষ হয়।

পরে ব্যবসায়ী নেতৃবৃন্দ একটি লিখিত স্বারকলিপি উপজেলা নির্বাহী অফিসারের নিকট প্রদান করেন।

এই রকম আরও টপিক

ভাঙ্গুড়ায় চাঁদা দাবীর প্রতিবাদে শিল্প ও বণিক সমিতির মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

প্রকাশিত সময় ০৫:১৮:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫



পাবনার ভাঙ্গুড়ায় পাবনা মোটর শ্রমিক ইউনিয়নের ভাঙ্গুড়া উপজেলা শাখার সভাপতি ও ভাঙ্গুড়া পৌর বিএনপি-র সাংগঠনিক সম্পাদক মোতালেব হোসেনের চাঁদা দাবীর প্রতিবাদে শিল্প ও বণিক সমিতির ব্যনারে মানববন্ধন ও বিক্ষোভ করা হয়েছে।

মঙ্গলবার ২৩ সেপ্টেম্বর বেলা ১১টার দিকে উপজেলার পৌর সদরের বকুল ভাঙ্গুড়া বাজারের বকুলতলা চত্বরে ঘন্টা ব্যাপী মনববন্ধন পালন করেন। এতে শরৎনগর ও ভাঙ্গুড়া বাজারের শতাধিক ব্যবসায়ী অংশ গ্রহণ করেন।

জানা যায়- গত ০৪ সেপ্টেম্বর ২০২৫ রাত ৯টার দিকে ভাঙ্গুড়া বাজারের বকুলতলায় অবস্থিত বিশিষ্ট ব্যবসায়ী এ.কে.এম. হানিফ (বাবলু) সাহেবের নিজস্ব অফিসে পাবনা মোটর শ্রমিক ইউনিয়নের ভাঙ্গুড়া উপজেলা শাখার সভাপতি মোতালেব হোসেন গং প্রকাশ্যে প্রবেশ করে ভয়ভীতি প্রদর্শন করে। তিনি বাবলু সাহেবের নিকট ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন এবং টাকা না দিলে জীবননাশের হুমকি প্রদান করেন।

ভাঙ্গুড়া শিল্প ও বনিক সমিতি ভাঙ্গুড়া সহ সভাপতি মোঃ সাইফুল ইসলামের নেতৃত্বে মানববন্ধনে বক্তব্য দেন, ভাঙ্গুড়া বণিক সমিতির উপদেষ্টা ও সাবেক সভাপতি হাফিজ উদ্দীন বাহার, সদস্য আশরাফ আলী ও একতা এন্টারপ্রাইজের সত্বাধিকারী কেএম হানিফ বাবলু, উপজেলা বিএনপি-র যুগ্ম আহব্বায়ক আনিছুর রহমান লিটন, উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি হুমায়ন কবির, উপজেলা যুবদলের যুগ্ম আহব্বায়ক আশরাফ আলীসহ প্রমুখ।

বক্তারা বলেন, গত ৫ আগস্টের তারিখের পর ভাঙ্গুড়ায় ব্যবসায়ী সমাজকে ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায়ের ঘৃণ্য ঘটনা আমরা কোনোভাবেই মেনে নেব না। এটি একটি স্পষ্ট চাঁদাবাজি, এটি একটি সন্ত্রাসী কর্মকাণ্ড, এটি ব্যবসায়ী সমাজের নিরাপত্তার উপর নগ্ন আঘাত। ব্যবসায়ী সমাজ চাঁদাবাজদের কাছে মাথা নত করবে না-রক্ত দিয়ে হলেও প্রতিরোধ করবে। কোনো রাজনৈতিক দলের ছত্র ছায়ায় হলেও তা প্রতিহত করা হবে।

এসময় তারা চার দফা বাদী তুলে ধরেন, ১) ‘অবিলম্বে মোতালেব হোসেন গং-কে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শান্তি প্রদান করতে হবে। ২) ব্যবসায়ী এ.কে.এম. হানিফ (বাবলু) সাহেবের লিখিত অভিযোগ তদন্ত সাপেক্ষে দ্রুত আইনানুগ ব্যবস্থা নিতে হবে। ৩) রাজনৈতিক দলের শৃঙ্খলা ভঙ্গের দায়ে মোতালেব হোসেনকে সমস্ত পদ পদবী থেকে বহিষ্কার করতে হবে। ৪) ব্যবসায়ী সমাজের নিরাপত্তা নিশ্চিতে ভাঙ্গুড়া বাজারে স্থায়ীভাবে বিশেষ পুলিশ টহল জোরদার করতে হবে।’

তারা আরও বলেন, ‘প্রশাসনকে স্পষ্ট ভাষায় জানাচ্ছি- ব্যবসায়ী সমাজকে চাঁদাবাজি ও সন্ত্রাসের হাতে ছেড়ে দেওয়া যাবে না। যদি দ্রুত কার্যকর ব্যবস্থা না নেওয়া হয়, তবে ভাঙ্গুড়া শিল্প ও বণিক সমিতি অবস্থান কর্মসূচি, বাজার বন্ধসহ কঠোর আন্দোলনে নামবে। এর সমস্ত দায়ভার প্রশাসনের ওপর বর্তাবে।’

এরপর ব্যবসায়ীবৃন্দ ‘চাঁদাবাজি বন্ধ করো, ব্যবসায়ী সমাজকে বাঁচাও।’ ‘ব্যবসায়ীদের রক্তের ঘামে গড়া টাকা সন্ত্রাসীদের হাতে যাবে না।’ ‘ব্যবসায়ীদের প্রাণের নিরাপত্তা চাই, নয়তো বাজার অচল হবে।’ সম্বলিত প্লেকার্ড বহন করে একটি বিক্ষেভ মিছিল বকুলতলা থেকে ভাঙ্গুড়া বাসস্ট্যান্ড হয়ে ঘুরে একইস্থানে এসে শেষ হয়।

পরে ব্যবসায়ী নেতৃবৃন্দ একটি লিখিত স্বারকলিপি উপজেলা নির্বাহী অফিসারের নিকট প্রদান করেন।