বাংলাদেশে এই প্রথম ২৫ মুখ ও ৫০ হাত নিয়ে দেবী দূর্গা আসছেন হরিজনপল্লীতে

- প্রকাশিত সময় ০৮:৩৮:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
- / 74
বাংলাদেশে এই প্রথমবার ২৫ মুখ ও ৫০ হাত নিয়ে দেবী দূর্গা আসছেন হরিজনপল্লীতে।
পাবনা ঈশ্বরদীর পাকশী ইউনিয়নের প্রমত্তা পদ্মানদীর তীরবর্তি রেলওয়ে হরিজন পল্লীর শ্রী শ্রী বারোয়ারী দূর্গা মন্দির কমিটির আয়োজনে ভক্তরা দুর্গাৎসবে এবার পঁচিশ মাথা, পঞ্চাশ হাত ওয়ালা চামুণ্ডা দেবির আরাধনা করবে। যে দেবীর পঁচিশ মাথা, পঞ্চাশ হাত ছাড়াও থাকছে দুটি সিংহ, একটি অসুর ও একটি মহিষর।
রেলওয়ে হরিজনপল্লীর এই চামুণ্ডা আরাধনা শুধুমাত্র থিম পুজোর অঙ্গ। সপরিবারে দেবী দুর্গার মূর্তি করেও মাতৃবন্দনার আয়োজন করেছেন রেলওয়ের হরিজনপল্লীর সুবিধা বঞ্চিত বাসিন্দারা।
পাবনা ঈশ্বরদীর পাকশীসহ আশেপাশের দর্শকদের হরিজনপল্লী মণ্ডপমুখী করার উদ্দেশ্যে ও ভাবনা মূলত এমন থিমের প্রতিমা। কারণ দেবী দূর্গার এমন রূপের আরাধনা বাংলাদেশে এর আগে কখনো কোথাও হয়নি। এর আগে এরূপে দেবী দূর্গার আরাধনা প্রথম হয়েছে দক্ষিণ ভারতের লম্বোদরপুরে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকালে ঈশ্বরদীর পাকশী ইউনিয়নের রেলওয়ে হরিজনপল্লীতে বারোয়ারী মন্দিরে গিয়ে শেষ সময়ে প্রতিমাকে ফুটিয়ে তুলতে শিল্পী রং তুলিতে ব্যস্ত সময় পার করতে দেখা গেছে। তবে প্রতিমাটি পুর্নাঙ্গ রূপে আনতে আরো দুইদিন সময় লাগবে বলে জানা শিল্পী উকিল কামার।
পাকশী রেলওয়ে হরিজনপল্লী দুর্গোৎসব কমিটির সাধারণ সম্পাদক শ্রী রাজু বলেন-“ দক্ষিণ ভারতের তামিলনাড়ুর লম্বোদরপুরের দুর্গাদেবীর ২৫টি মুখ, আর ৫০টি হাতওয়ালা প্রতিমা ২০২২ সালে সেখানের ভক্ত ও দর্শনার্থীদের মধ্যে বেশ আকর্ষণীয় হয়ে উঠেছিল। ভক্তরা চামুন্ডাদেবীর আরাধনা করে তৃপ্তি লাভ করেছিল। সেই প্রত্যাশা থেকেই এবার আমরা প্রতিমার এই রূপ দিয়েছি। আশা করছি পাবনা জেলার ঈশ্বরদীর পাকশীসহ আশেপাশের এলাকায় পুজোর মূল আকর্ষণ হবে দূর্গাদেবীর এই চামুন্ডারূপ। তাই এবার রণংদেহী অবতারে দেবীকে সামনে আনা হয়েছে। মণ্ডপের মুখেই রীতি মেনে দু’টি সিংহ থাকছে”।
শিল্পী উকিল কামার জানান- “আমি দীর্ঘ ১৮-২০ বছর ধরে প্রতিমা তৈরীর কাজ করে আসছি। কিন্তু ১৬ ফুট উচ্চতার ২৫টি মুখ ও ৫০টি হাতওয়ালা এমন দেবীমূর্তি আমি আগে কখনোই করিনি। এই প্রতিমা তৈরির কাজটি আমার নিকট অতি চ্যালেঞ্জিং ছিল। দেবীর পঁচিশটা মাথা পরপর লাগাতে হয়েছে। পরে সেই অনুযায়ী হাত সংযোজন করতে হয়েছে”।
দূর্গাদেবীর এরূপের বিষয়ে অনলাইন ঘেঁটে দেখা গেছে এর আগে বাংলাদেশে কোথাও ২৫ মুখ ও ৫০ হাত ওয়ালা বিশিষ্ট রুপে দূর্গাৎসব হয়নি। তবে উত্তর কলকাতার বরানগরের নেতাজি কলোনি লোল্যান্ড দূর্গাৎসবে ২০২৪ সালে ২৩ মুখ ও ৪২ হাতের দূর্গা প্রতিমা নির্মাণ করা হয়েছিল। এর আগে ২০২২ সালে দক্ষিণ ভারতের তামিলনাড়ুর লম্বোদরপুর মন্দিরে ২৫ মুখ ও ৫০ হাত বিশিষ্ট দূর্গাপ্রতিমা নির্মাণ করা হয়েছিল।
হরিজনপল্লী মন্দিরের সম্পাদক শ্রী সাজু বলেন- “অসুর নিধনে স্বর্গের দেবতারা দূর্গা দেবীকে সৃষ্টি করেছিলেন। নিজেদের অস্ত্রে সুসজ্জিত করে তাকে রণক্ষেত্রে পাঠিয়েছিলেন। রণংদেহী দূর্গার সামনে তখন শুধু মহিষাসুর। নানা ছলে ও কৌশলে অসুর আসছে মা দূর্গাকে আক্রমণ করতে। তাই মায়ের ক্ষিপ্রতা যেন ২৫টি মাথার মতো ঘুরছে। দশ হাত তখন ৫০ হাতের শক্তিতে রূপান্তরিত হয়েছে। তাই মণ্ডপে থাকছে একটি অসুর ও একটি মহিষসর। আর দুটি সিংহযোগের দেবীর আসন। এভাবেই রণক্ষেত্রে দূর্গার যুদ্ধং দেহী মেজাজটিকে ফুটিয়ে তোলার চেষ্টা করা হবে”।
তার প্রত্যাশা এবার অন্যরকম প্রতিমা দেখতে পাকশীর রেলওয়ে হরিজনপল্লীতে ভিড় উপচে পড়বে।