তাড়াশে সবাইকে জাকের পার্টির ছায়াতলে আসতে হবে

- প্রকাশিত সময় ০৪:৩৬:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
- / 79
সিরাজগঞ্জের তাড়াশে জাকের পার্টির ২য় জনসভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ২৪ সেপ্টেম্বর বিকালে তালম ইউনিয়নের গোনতা বাজারে কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
তাড়াশ উপজেলা জাকের পার্টির আয়োজনে এ জনসভা ও র্যালিতে সভাপতিত্ব করেন তালম ইউনিয়ন জাকের পার্টির সভাপতি মোঃ আব্দুল হান্নান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিরাজগঞ্জ জেলা জাকের পার্টির সভাপতি মোঃ আলমগীর হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকের পার্টির বিভাগীয় সাংগঠনিক সহ সভাপতি মোঃ আব্দুল গনি মোল্লা, কৃষকফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সহসভাপতি খন্দকার আলা উদ্দিন, তাড়াশ উপজেলা জাকের পার্টির সভাপতি মোঃ ইদ্রিস আলী প্রামানিক, ছাত্রফ্রন্ট সিরাজগঞ্জ সাংগঠনিক বিভাগ সভাপতি আব্দুল রুবেল সরকার, যুক্তফ্রন্ট সিরাজগঞ্জ জেলা সভাপতি জাহাঙ্গীর আলম, সিরাজগঞ্জ জেলা ছাত্রফ্রন্ট সভাপতি ওয়াজেদ আলী, সিরাজগঞ্জ জেলা মৎস্যজীবিফ্রন্ট সভাপতি আবু সাইদ, জেলা মহিলাফ্রন্ট সভানেত্রী সানজিদা তালুকদার হেনা, তাড়াশ উপজেলা জাকের পার্টির সহ- সভাপতি মো. মোজাফফর হোসেন, সাধারণ সম্পাদক মাসুদ রানা,সাংগঠনিক আব্দুল হান্নান সহ জাকের পার্টির মূলদল,সকল সহযোগী সংগঠনের ইউনিয়নের সভাপতি ও সম্পাদকগণ।
এ অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তব্যে বলেন- জাকের পার্টির ছায়াতলে সবাইকে আসতে হবে। কেননা জাকের পার্টি জনগনের শান্তির জায়গা আস্থার জায়গা। মানুষকেবু ঝাতে হবে জাকের পার্টি কি? জাকের পার্টিতে কেন আসবেন? এর আদর্শ নীতি কি? এসব বিষয়ে নেতাকর্মীদের মানুষের দ্বারে দ্বারে গিয়ে বুঝানোর জন্য অনুরোধ করেন।
তিনি আরও বলেন- আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাকের পার্ট মনোনীত প্রার্থীকে গোলাপ ফুল মার্কায় ভোট দিয়ে দেশে শান্তি ও দূর্নীতি মুক্ত দেশ গঠনের সুযোগ দিন।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণে মিলাদ মাহফিল ও বিশেষ দোয়ার আয়োজন এবং তাবারক বিতরণ করা হয়।