চাটমোহরে বিএনপি থেকে অর্ধশতাধিক কর্মী জামায়াতে ইসলামীতে যোগদান

- প্রকাশিত সময় ০৫:০৩:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫
- / 34
পাবনার চাটমোহরে বিএনপি পন্থী কর্মী থেকে অর্ধশতাধিক কর্মী জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।
বৃহস্পতিবার ২৫ সেপ্টেম্বর সন্ধ্যার পরে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের মাঝগ্রামে আনুষ্ঠানিক ভাবে যোগদান করেন সেখানকার স্থানীয় বিএনপি পন্থী কর্মী সমর্থকরা।
বাংলাদেশ জামায়াতে ইসলামী মূলগ্রাম ইউনিয়ন শাখার সভাপতি মো. হোসাইন আহম্মেদের সভাপতিত্বে উক্ত যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাবনা-৩ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ আলি আজগর।
এসময় সেখানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামী চাটমোহর উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, জামায়াতে ইসলামী চাটমোহর পৌর শাখার সভাপতি মো. সোলায়মান হোসেন, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, খেলাফত মজলিসের সভাপতি মুফতি মফিজ উদ্দিন, যুব ও ক্রীড়া বিভাগের উপজেলা শাখার সদস্য ওলিউল্লাহ সরকার প্রমূখ।
চাটমোহর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুল হামিদ বলেন, জামায়াতে ইসলামীর রাজনৈতিক আদর্শে অনুপ্রাণিত হয়ে মাদক, সন্ত্রাস, ঘুষ, দুর্নীতির বিরুদ্ধে এবং ইসলামী আইন ও শাসন ব্যবস্থা কায়েমের লক্ষ্যে বিএনপি থেকে প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।