ঢাকা ০৬:০৮ অপরাহ্ন, সোমবার, ০৩ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞপ্তি :
সারাদেশের জেলা উপোজেলা পর্যায়ে দৈনিক স্বতঃকণ্ঠে সংবাদকর্মী নিয়োগ চলছে । আগ্রহী প্রার্থীগন জীবন বৃত্তান্ত ইমেইল করুন shatakantha.info@gmail.com // দৈনিক স্বতঃকণ্ঠ অনলাইন ও প্রিন্ট পত্রিকায় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৭১১-৩৩৩৮১১, ০১৭৪৪-১২৪৮১৪

পাবনা রাইফেল ক্লাবে উন্মুক্ত শ্যুটিং প্রতিযোগিতা অনুষ্ঠিত

পাবনা প্রতিনিধি
  • প্রকাশিত সময় ০৭:৪৬:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫
  • / 55



“তারুণ্যের উৎসব ২০২৫” উদযাপন উপলক্ষে পাবনা রাইফেল ক্লাবের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে উন্মুক্ত শ্যুটিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় এক বর্ণাঢ্য র‍্যালি শেষে মোবারক হোসেন রত্ন শ্যুটিং রেঞ্জে জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম নিজ হাতে শ্যুটিং করে প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন।

উদ্বোধনের পর থেকেই শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রতিযোগিতা জমে ওঠে। সকাল থেকে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা ভিড় জমাতে থাকে। ক্লাবের কর্মকর্তারা প্রতিযোগীদের নিবন্ধন ও তালিকা প্রণয়নে ব্যস্ত সময় কাটান। অংশগ্রহণকারীদের মধ্যে প্রতি দলে ৬ জন করে শ্যুটিংয়ের সুযোগ দেওয়া হয়। প্রত্যেকে ৫টি করে গুলি ও সাড়ে ৭ মিনিট সময় পান। স্কোরিংয়ের ভিত্তিতে ফলাফল ঘোষণা করা হয়।

প্রতিযোগিতা দুপুর দেড়টায় শেষ হয় এবং বিকেল ২টায় ক্লাব ভবনের কনফারেন্স রুমে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এবারের প্রতিযোগিতায় ৮০ জন বালক ও ১৬ জন বালিকা অংশ নেয়। এর মধ্যে ৩ জন বালক ও ১ জন বালিকা সফলভাবে স্কোর করতে সক্ষম হয়। বিজয়ীদের মধ্যে প্রথম পাবনা জেলা স্কুলের সামিউল এহসান সোয়াদ, দ্বিতীয় জাগির হোসেন একাডেমির আব্দুল মোমিন এবং তৃতীয় স্থান অর্জন করেন একই বিদ্যালয়ের মো. ফাহিম। দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী মোমিন ও ফাহিম উপস্থিত না থাকায় তাদের পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করেন জাগির হোসেন একাডেমির সহকারী শিক্ষক নুরুল ইসলাম মিয়া।

বালিকাদের মধ্যে একমাত্র সফল শ্যুটার ছিলেন ইমাম গাযযালী গার্লস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী হাফসা ইসলাম মিম। এছাড়া ক্লাবের নিয়মিত ১২ জন শ্যুটারকেও পুরস্কৃত করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাবনা রাইফেল ক্লাবের সহ-সভাপতি সামসুর রহমান খান মানিক, সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল হান্নান, কোষাধ্যক্ষ ও বাংলাদেশ শ্যুটিং স্পোর্ট ফেডারেশনের নির্বাহী সদস্য সরওয়ার হোসেন, শ্যুটিং ফেডারেশনের রাজশাহী বিভাগীয় সমন্বয়কারী ও ক্লাবের নির্বাহী সদস্য ফরিদুল ইসলাম খোকন, নির্বাহী সদস্য আলহাজ্ব আওকাত হোসেন, আজীবন সদস্য আবুল আহসান খান রেয়ন, জাতীয় পুরস্কারপ্রাপ্ত ন্যাশনাল শ্যুটার ও কোচ দিলরুবা ইসলাম, সদস্য সোহেল রানা বিপ্লব, প্রজ্ঞা, মাহিন, শিতলসহ অন্যান্যরা।

আয়োজকরা জানান, শ্যুটিং স্পোর্টসকে তরুণ প্রজন্মের কাছে আরও জনপ্রিয় করে তুলতে এবং শিক্ষার্থীদের শৃঙ্খলাবোধ ও মনোযোগ বাড়াতে ভবিষ্যতেও নিয়মিতভাবে এ ধরনের প্রতিযোগিতা আয়োজন করা হবে।

এই রকম আরও টপিক

পাবনা রাইফেল ক্লাবে উন্মুক্ত শ্যুটিং প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশিত সময় ০৭:৪৬:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫



“তারুণ্যের উৎসব ২০২৫” উদযাপন উপলক্ষে পাবনা রাইফেল ক্লাবের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে উন্মুক্ত শ্যুটিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় এক বর্ণাঢ্য র‍্যালি শেষে মোবারক হোসেন রত্ন শ্যুটিং রেঞ্জে জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম নিজ হাতে শ্যুটিং করে প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন।

উদ্বোধনের পর থেকেই শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রতিযোগিতা জমে ওঠে। সকাল থেকে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা ভিড় জমাতে থাকে। ক্লাবের কর্মকর্তারা প্রতিযোগীদের নিবন্ধন ও তালিকা প্রণয়নে ব্যস্ত সময় কাটান। অংশগ্রহণকারীদের মধ্যে প্রতি দলে ৬ জন করে শ্যুটিংয়ের সুযোগ দেওয়া হয়। প্রত্যেকে ৫টি করে গুলি ও সাড়ে ৭ মিনিট সময় পান। স্কোরিংয়ের ভিত্তিতে ফলাফল ঘোষণা করা হয়।

প্রতিযোগিতা দুপুর দেড়টায় শেষ হয় এবং বিকেল ২টায় ক্লাব ভবনের কনফারেন্স রুমে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এবারের প্রতিযোগিতায় ৮০ জন বালক ও ১৬ জন বালিকা অংশ নেয়। এর মধ্যে ৩ জন বালক ও ১ জন বালিকা সফলভাবে স্কোর করতে সক্ষম হয়। বিজয়ীদের মধ্যে প্রথম পাবনা জেলা স্কুলের সামিউল এহসান সোয়াদ, দ্বিতীয় জাগির হোসেন একাডেমির আব্দুল মোমিন এবং তৃতীয় স্থান অর্জন করেন একই বিদ্যালয়ের মো. ফাহিম। দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী মোমিন ও ফাহিম উপস্থিত না থাকায় তাদের পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করেন জাগির হোসেন একাডেমির সহকারী শিক্ষক নুরুল ইসলাম মিয়া।

বালিকাদের মধ্যে একমাত্র সফল শ্যুটার ছিলেন ইমাম গাযযালী গার্লস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী হাফসা ইসলাম মিম। এছাড়া ক্লাবের নিয়মিত ১২ জন শ্যুটারকেও পুরস্কৃত করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাবনা রাইফেল ক্লাবের সহ-সভাপতি সামসুর রহমান খান মানিক, সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল হান্নান, কোষাধ্যক্ষ ও বাংলাদেশ শ্যুটিং স্পোর্ট ফেডারেশনের নির্বাহী সদস্য সরওয়ার হোসেন, শ্যুটিং ফেডারেশনের রাজশাহী বিভাগীয় সমন্বয়কারী ও ক্লাবের নির্বাহী সদস্য ফরিদুল ইসলাম খোকন, নির্বাহী সদস্য আলহাজ্ব আওকাত হোসেন, আজীবন সদস্য আবুল আহসান খান রেয়ন, জাতীয় পুরস্কারপ্রাপ্ত ন্যাশনাল শ্যুটার ও কোচ দিলরুবা ইসলাম, সদস্য সোহেল রানা বিপ্লব, প্রজ্ঞা, মাহিন, শিতলসহ অন্যান্যরা।

আয়োজকরা জানান, শ্যুটিং স্পোর্টসকে তরুণ প্রজন্মের কাছে আরও জনপ্রিয় করে তুলতে এবং শিক্ষার্থীদের শৃঙ্খলাবোধ ও মনোযোগ বাড়াতে ভবিষ্যতেও নিয়মিতভাবে এ ধরনের প্রতিযোগিতা আয়োজন করা হবে।