আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ৩’শ আসনে প্রার্থী দিবে জাকের পার্টি

- প্রকাশিত সময় ০৬:২৪:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
- / 109
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ৩’শ আসনে প্রার্থী দিবে জাকের পার্টি বলে মন্তব্য করেছেন সিরাজগঞ্জ জেলা জাকের পার্টির সভাপতি মো. আলমগীর হোসেন।
তিনি আরও বলেন, আগামী নির্বাচনে জাকের পার্টি সরকার গঠন করবে। সকলকে জাকের পার্টির পতাকা তলে আসতে হবে। সে সময় বেশি দেরি নেই। তাই আপনারা দলে দলে জাকের পার্টিতে যোগ দিন। জাকের পার্টির সরকার এই মুহুর্ত্বে দরকার। জাকের পার্টি জনগনের শান্তির জায়গা আস্থার জায়গা। তাই জাতীয় সংসদ নির্বাচনে জাকের পার্টির মনোনীত প্রার্থীকে গোলাপ ফুল মার্কায় সবাই ভোট দিবেন।
শনিবার ২৭ সেপ্টেম্বর বিকালে সিরাজগঞ্জের তাড়াশে দেশিগ্রাম ইউনিয়নের কাটাগাড়ী বাজারে জাকের পার্টির জনসভায় তিনি এসব কথা বলেন।
কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে ওই অনুষ্ঠানে দেশিগ্রাম ইউনিয়নের সভাপতি মো. হায়দার আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, জাকের পার্টির বিভাগীয় সাংগঠনিক সহ সভাপতি আব্দুল গনি মোল্লা, কৃষকফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সহ- সভাপতি খন্দকার আলা উদ্দিন, তাড়াশ উপজেলা জাকের পার্টির সভাপতি ইদ্রিস আলী প্রামানিক, সিরাজগঞ্জ জেলা ছাত্রফ্রন্ট সভাপতি ওয়াজেদ আলী, জেলা মৎস্য জীবিফ্রন্ট সভাপতি আবু সাইদ, জেলা মহিলাফ্রন্ট সভানেত্রী সানজিদা তালুকদার হেনা, তাড়াশ উপজেলা জাকের পার্টির সহ- সভাপতি মো. মোজাফফর হোসেনসহ আরো অনেকে।
অনুষ্ঠান শেষে এক ‘র্যালি’ বের হয়ে কাটাগাড়ী বাজার প্রদক্ষিণ করে। পরে দেশ ও জাতির কল্যাণে মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া করা হয়।










