আটঘরিয়ার গুরুত্বপূর্ণ তিন সরকারি দফতর চালাচ্ছেন এক ব্যক্তি

- প্রকাশিত সময় ০৭:০৩:০০ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
- / 70
আটঘরিয়া উপজেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ ৩ সরকারি দফতর সামলাতে হচ্ছে একজনকে।
উপজেলা নির্বাহী অফিসার, সহকরী কমিশনার (ভূমি) এবং আটঘরিয়া পৌর প্রশাসক এই ৩ গুরুত্বপূর্ণ দফতরের দায়িত্বে একাই আছেন মোঃ মিনহাজুল ইসলাম। ফলে ৩ দপ্তরের সেবা প্রার্থীদের কোন না কোন দুর্ভোগের শিকার হতে হচ্ছে।
উল্লেখ্য, এখানকার সহকারী কমিশনার (ভূমি) সানজিদা মুস্তারী আটঘরিয়া পৌর প্রশাসকের দায়িত্বে ছিলেন। তিনি অন্যত্র বদলি হওয়ায় ঐ ২ পদ শূন্য হয়ে পড়ে এবং উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিনহাজুল ইসলামকে নিয়মতান্ত্রিক ভাবে ঐ ২ শূন্য পদের দায়িত্ব নিতে হয়।
এরপর থেকে উপজেলা নির্বাহী অফিসার মো: মিনহাজুল ইসলাম একাই এই ৩ দফতরের দায়িত্ব পালন করে আসছেন। ফলে তাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এ অফিস থেকে সে অফিসে দৌড়াদৌড়ি করতে হচ্ছে।
একদিকে এক অফিসের সেবা প্রার্থীরা সেবা পেলেও কোন না কোন ২ দফতরের সেবা প্রার্থীদের কাঙ্খিত সেবা পেতে হয়রানির শিকার হতে হচ্ছে, ঘন্টার পর ঘন্টা সময় কাটাতে হচ্ছে।
ওপরদিকে ৩ অফিসের সেবা দিতে উপজেলা নির্বাহী অফিসার মো: মিনহাজুল ইসলামের নাভিশ্বাস উঠে যাচ্ছে। জমি জমা সংক্রান্ত সমস্যার সহকারী কমিশনার (ভূমি) অফিসে একাধিক সেবা প্রার্থীকে সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত ধর্ণা দিয়ে থাকতে দেখা গেছে। এমন ৩টি গুরুত্বপূর্ণ দফতর সামাল দিতে ইউএনওকে গলদঘর্ম হতে হচ্ছে।
অবিলম্বে এ সমসস্ত সমস্যার সমাধান চান ভুক্তভোগীরা।










