ডাক্তারের অভাবে আটঘরিয়া হাসপাতালে চিকিৎসা সেবা চরমভাবে ব্যাহত

- প্রকাশিত সময় ০৬:৫২:২৪ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
- / 28
আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাত্র ৩ জন চিকিৎসক নিয়ে প্রতিদিন ৪/৫ শত রোগীকে সেবা প্রদান করা হচ্ছে।
প্রায় চিকিৎসক শূন্য হয়ে পড়েছে আটঘরিয়া উপজেলা হাসপাতাল। প্রয়োজনীয় চিকিৎসকের অভাবে জোড়া তালি দিয়ে চলছে এখানে চিকিৎসা সেবা। সল্প ডাক্তার দিয়ে চিকিৎসা সেবা দিতে চরম হিমশিম খেতে হচ্ছে কর্তৃপক্ষকে।
অফিস সূত্রে জানা গেছে, বর্তমানে জুনিয়র কনসালট্যান্ট মেডিকেল অফিসার এবং ডেন্টাল চিকিৎসক পদ ফাঁকা আছে। যেখানে ৮ জন চিকিৎসক থাকার কথা সেখানে মাত্র ২ জন নিয়মিত ডাক্তার এবং ইউনিয়ন স্বাস্থ্য ক্লিনিকের ডাক্তার ডেপুটেশনে এনে এখানকার সেবা কোনমতে চালানো হচ্ছে, ওদিকে ইউনিয়ন স্বাস্থ্য ক্লিনিকগুলোতে এলাকার লোকজন স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছে।
জানা গেছে, এখানকার ডাক্তারদের অনেকেই ডেপুটেশনে অন্যত্র কাজ করায় এবং কেউ কেউ বদলি হওয়ায় এই দুরবস্থা সৃষ্টি হয়েছে। তবে আশার কথা হল স্বাস্থ্য অধিদপ্তর থেকে খুব দ্রুতই নতুন ডাক্তার পদায়ন করা হবে এবং এই দুরবস্থার অবসান ঘটবে বলে জানা গেছে।