বউ পিটানোর প্রতিবাদ করায় প্রতিবেশিকে গুলি করলো স্বামী

- প্রকাশিত সময় ১০:৩১:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
- / 24
কুষ্টিয়ার ভেড়ামারায় বউ পিটানোর প্রতিবাদ করায় আশরাফুজ্জামান নামে এক বৃদ্ধকে গুলি করে আহত করার অভিযোগ উঠেছে তন্ময় নামে এক যুবকের বিরুদ্ধে।
ঘটনাটি ঘটেছে গত ২৩ সেপ্টেম্বর রাত ২ টার দিকে ভেড়ামারা পৌর শহরের ৫নং ওয়ার্ডের খাঁন পাড়ায় এলাকায়।
উক্ত ঘটনায় আহত বৃদ্ধের মেয়ে সানজিদা আক্তার (৩১) বাদী হয়ে ভেড়ামারা থানায় একটি মামলা দায়ের করেছেন।
বাদী সানজিদা আক্তার সাংবাদিকদের বলেন, উক্ত তারিখ রাতে তাদের প্রতিবেশী তন্ময় তার স্ত্রীর সাথে খারাপ আচরণ করা-সহ বাহিরের বেলকনিতে নিয়ে স্ত্রীকে মারধর করছিল। এমতাবস্থায় তার বাবা অসুস্থ্য আশরাফুজ্জামান তাদের চিৎকারের শব্দে বাহিরে এসে আসামীর স্ত্রীকে মারতে নিষেধ করেন এবং আসামীকে তাঁদের দরজা খুলতে অনুরোধ করে। এতে আসামী মোঃ তন্ময় আমার বাবাকে অকথ্য ভাষায় গালিগালাজ প্রদান করে বাবাকে গুলি করার হুমকি দেয় এবং আসামী ক্ষীপ্ত হয়ে তার ব্যবহৃত ইয়ার-গান দিয়ে আমার বাবাকে হত্যার উদ্দেশ্যে এলোপাথাড়ি গুলি করে।
তিনি আরও বলেন, আসামীর ইয়ার-গান এর গুলিতে আমার বাবার নাকে ২টি, পিঠে ১টি, বুকে ১টি, বাম হাতের বাহুতে ১টি করে গুলি শরীরের ভেতরে ঢুকে গুরুতর রক্তাত্ত জখম প্রাপ্ত হয়। আমার বাবা আসামীর ছোঁড়া গুলিতে গুরুতর রক্তাক্ত জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়লে আমিসহ পরিবারের অন্যান্যরা আমার বাবাকে উদ্ধার করে দ্রুত ৫০ শয্যা বিশিষ্ট ভেড়ামার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আমার বাবাকে দেখেন এবং ভর্তি করে কয়েকটি গুলি বের করেন।
আসামীকে দ্রুত গ্ৰেফতারে ও শাস্তির দাবি জানান তিনি।
আসামীর পলাতক থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
ভেড়ামারা থানায় অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রব ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অভিযোগ পেয়ে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত আসামি পলাতক রয়েছেন। তাকে গ্ৰেফতারে অভিযান অব্যাহত রয়েছে।