সাঁথিয়ায় গরু চোরসহ ট্রাক আটক

- প্রকাশিত সময় ০৪:৪০:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
- / 24
পাবনার সাঁথিয়ায় গরু চোর আব্দুল মুছা (৪০) কে আটক করেছে পুলিশ। এসময় তাদের ব্যবহৃত ট্রাক জব্দ করা হয়।
আটককৃত মুছ টাঙ্গাইল সদর উপজেলার পারবাহুল গ্রামের আব্দুল কাদের মন্ডলের ছেলে।
উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়নের মিয়াপুর হাজীপাড়া গ্রামের রস্তম আলীর ছেলে সাইফুল ইসলাম জানান, প্রতিদিনের ন্যায় গত ২৭ সেপ্টেম্বর দিনগত রাতে গরু গোয়াইল ঘরে রেখে ঘুমিয়ে পড়েন। রাত দেডটার দিকে গরু হাম্বা হাম্বা করতে থাকে। এতে ঘুম ভেঙ্গে গেলে ঘরের দরজা খুলে গোয়ইল ঘরের দিকে যাই। এসময় দেখতে পাই ৩/৪জন আমার গোয়াইল ঘরের দরজা খুলতে থাকে। এসময় আমার ডাকচিৎকারে আশপাশ থেকে লোকজন এগিয়ে আসলে চোরের দল দ্রুত তাদের ব্যবহৃত ট্রাক নিয়ে পালিয়ে যাওয়ার সময় টহলরত পুলিশ ট্রাকটি আটক করে। ট্রাক থেকে ৩ জন পালিয়ে গেলেও মুছাকে আটক করে পুলিশ।
এ ব্যাপারে সাঁথিয়া থানায় সাইফুল ইসলাম বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান জানান, টহলরত পুলিশ হাতেনাতে ট্রাকসহ মুছা নামের এক ব্যাক্তিকে আটক করেছে। ২৮ সেপ্টেম্বর মুছাকে আদালতে প্রেরণ করা হয়েছে। বাকীদের আটকের চেষ্টা চলছে।