ভাঙ্গুড়ায় নারীর সাথে অনৈতিক ফোনালাপে বিএনপি নেতা শোকজ

- প্রকাশিত সময় ০৫:৫৫:০৬ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫
- / 23
পাবনার ভাঙ্গুড়ায় এক নারীর সাথে অনৈতিক ফোনালাপ ফাঁস হওয়ায় বিএনপি নেতা লিয়াকত আলী লিটনকে কারণ দর্শানোর নোঁটিশ (শোকজ) দিয়েছে উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটি।
আনিত অভিযুক্ত লিয়াকত আলী উপজেলার দিলপাশার ইউপি বিএনপির সাবেক আহবায়ক ও সম্পতি কাউন্সিলে নির্বাচিত কমিটির সভাপতি।
সোমবার ২৯ সেপ্টম্বর রাতে উপজেলা বিএনপির আহবায়ক নূর মুজাহিদ স্বপন ও সদস্য সচিব প্রভাষক জাফর ইকবাল হীরক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গত ২৭ সেপ্টেম্বর দিলপাশার ইউনিয়ন বিএনপির কাউন্সিল চলাকালে বিএনপি নেতা লিয়াকতকে দীর্ঘদিনের প্রেমিক দাবি করে ওই নারী স্ত্রীর স্বীকৃতি জন্য সেখানে অবস্থান নিলে উভয় গ্রæপের মধ্যে হট্টগোল বাঁধে। মুহুর্তের মধ্যেই সে ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে এলাকায় বিএনপি দলটি নিয়ে সমালোচনার সৃষ্টি হয়।
নির্যাতিত ওই নারী বিএনপি নেতা লিয়াকতের বিরুদ্ধে ভাঙ্গুড়া থানায় সাধারণ ডায়েরী ও ঈশ্বরদী থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। সাধারণ ডায়েরী ও ধর্ষন মামলার বিষয়টির স্ব স্ব থানার দায়িত্ব শীল বিভাগ সত্যতা স্বীকার করে তদন্তের কথা জানান।
দলটির শোকজ নোটিশে উল্লেখ করা হয়েছে যে, আপনার সাথে একজন নারীর অনৈতিক ফোনালাপ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ফাঁস হয়েছে। দলের দায়িত্বশীল পদে থেকে এহেন অনৈতিক ফোনালাপ কোনোভাবেই কাম্য নয়। আপনার এই ফোনালাপের কারণে দলের ভাবমূর্তি চরমভাবে ক্ষুন্ন হয়েছে। এমতাবস্থায় আপনাকে কেন দল থেকে বহিষ্কার করা হবে না। নোটিশ পাওয়ার তিন দিনের মধ্যে নিম্ন স্বাক্ষরকারীদ্বয়ের নিকট স্বশরীরে উপস্থিত হয়ে যথাযথ জবাব দেওয়ার জন্য নির্দেশ দেয়া হলো।
তবে রহস্যজনক কারণে ওই শোকজ নোটিশে ফোনালাপ ফাঁসের বিষয়টি সামনে আনা হলেও ধর্ষণ মামলা ও কাউন্সিলের দিনের অপ্রীতিকর ঘটনাটি সম্পূর্ণ এড়িয়ে যাওয়া হয়েছে।এ দিকে আনিত অভিযুক্ত বিএনপি নেতা লিয়াকত হোসেন লিটনের মুঠোফোনে একাধিক বার যোগাযোগ করেও ফোন বন্ধথাকায় তার মতামত নেওয়া সম্ভাব হয়নি।
এবিষয়ে উপজেলা বিএনপির সদস্য সচিব প্রভায়ক জাফর ইকবাল হীরক বলেন, দল কোনো ব্যক্তির দায় নেবে না। এক নারীর সাথে লিয়াকতের অনৈতিক ফোনালাপ ফাঁস হওয়ায় দলের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। তাই হাইকমান্ডের নির্দেশে তাকে শোকজ করা হয়েছে।