দীর্ঘ ১৭ বছর পর সাঁথিয়া পৌর বিএনপির কমিটি গঠন

- প্রকাশিত সময় ০৫:৪৪:৪৬ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
- / 22
দীর্ঘ ১৭ বছর পর ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পাবনার সাঁথিয়া পৌর বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল শনিবার ১১ অক্টোবর সাঁথিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।
কাউন্সিলে দ্বিতীয় অধিবেশনে উৎসবমুখর পরিবেশে গোপন ব্যালটের মাধ্যমে কাউন্সিলাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করে তাদের পছন্দের নেতা নির্বাচিত করেন। বিকেল ৩টায় ভোটগ্রহণ শুরু হয় এবং বিকেল সাড়ে পাঁচটায় ভোটগ্রহণ শেষ হয়।
কাউন্সিলে মোট ৬৩৯ জন ভোটারের মধ্যে ৬১৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন ব্যালট পেপারের মাধ্যমে। ভোট গ্রহণ শেষে আব্দুল করিম ২৯৯ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। নিকটতম প্রতিদ্বন্দি সিরাজুল ইসলাম বন্দে পেয়েছেন ২৪৩ ভোট।
সিরাজুল ইসলাম সিরাজ মল্লিক ৩৫২ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। নিকটতম প্রতিদ্বন্দি শামসুজ্জামান নান্নু পেয়েছেন ১৯৬ ভোট।
আশিক ইকবাল রাসেল ৩২৭ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দি আজিজুল হক মোল্লা পেয়েছেন ১৮২ ভোট।
ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন বিএনপি চেয়ারপারসনস বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব। এসময় উপজেলা ও পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এর আগে সকালে উৎসবমুখর পরিবেশে সম্মেলন অনুষ্ঠিত হওয়ায় উৎসবের আমেজ দেখা দেয় নেতাকর্মীদের মাঝে। পরে পৌরসভার ৯টি ওয়ার্ডের বিএনপির সভাপতি সম্পাদকসহ অতিথিদের নিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং সম্মেলনের উদ্বোধন করা হয়।
প্রথম অধিবেশনে সাঁথিয়া পৌর বিএনপির আহবায়ক সিরাজুল ইসলাম বন্দের সভাপতিত্বে ও পৌর যুবদলের আহবায়ক মাসুদ রানা এবং সিনিয়র যুগ্ম আহবায়ক ও বিআরডিবির চেয়ারম্যান জাহিদুজ্জামান রিপনের যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পাবনা জেলা বিএনপির সদস্য সচিব এ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকার।
আরো বক্তব্য দেন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুস সামাদ খান মন্টু, আনিছুল হক বাবু, সাঁথিয়া উপজেলা বিএনপির আহবায়ক খায়রুন নাহার খানম মিরু, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সদস্য সচিব সালাহউদ্দিন খান পিপিএম, বিশিষ্ট সাংবাদিক ও টকশো ব্যক্তিত্ব এম এ আজিজ, জিয়াউর রহমান ফাউন্ডেশন জাতীয় নির্বাহী কমিটির আজীবন সদস্য আলহাজ্ব ডাঃ শফিকুল ইসলাম, যুবদল কেন্দ্রীয় কমিটির সদস্য মাসুদুল হক মাসুদ, যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক(চায়না) সরদার এম জাহাঙ্গীর হোসেন প্রমুখ।