বিজ্ঞপ্তি :
সাঁথিয়ায় ২০ শতাংশ বাড়ী ভাড়া ভাতার দাবীতে শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি
- প্রকাশিত সময় ০৪:৩৭:১৮ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
- / 19
পাবনার সাঁথিয়ায় ২০ শতাংশ বাড়ী ভাড়া ও ১৫’শত টাকা চিকিৎসা ভাতার দাবীতে স্কুল, কলেজ এবং মাদরাসার শিক্ষক-কর্মচারীরা মানববন্ধন করেছেন।
এসময় শিক্ষক-কর্মচারীরা কর্মবিরতি পালন করেন এবং শিক্ষকদের নির্যাতনের প্রতিবাদ জানান।
সোমবার ১৩ আক্টোবর বেলা ১২টায় বোয়াইলমারী কামিল মাদরাসার সামনে বাংলাদেশ মাদরাসা শিক্ষক পরিষদ সাঁথিয়া শাখার উদ্দ্যোগে এ মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
মানববন্ধন শেষে প্রতিবাদ সভায় বাংলাদেশ মাদরাসা শিক্ষক পরিষদ সাঁথিয়া শাখার সভাপতি মাও আবু হানিফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল মতিনের পরিচালনায় বক্তব্য দেন শিক্ষক আমিনুল হক, আবু দাউদ, আব্দুল বাতেন, আব্দুল ওয়াদুদ প্রমুখ।