ঈশ্বরদীতে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

- প্রকাশিত সময় ০৪:৪৮:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
- / 19
ঈশ্বরদীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার ১৪ অক্টোবর সকাল সাড়ে ১১টায় ঈশ্বরদী উপজেলা কৃষি অফিসের সামনে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মনিরুজ্জামান।
ঈশ্বরদী উপজেলার সাতটি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট ১ হাজার জন কৃষকের মাঝে কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে লাউ, শসা, মিষ্টি কুমড়া ও বেগুন বীজ প্রদান করা হয়।
এছাড়া বসতবাড়ির আঙ্গিনায় শীতকালীন শাকসবজি বেগুন, লাল শাক, পালং শাক, মটরশুটি, লাউ, মুলা ও বাটিশাকের বীজ বিতরণ করা হয়। এবং ৭৫০ জন কৃষককে ২০ কেজি করে ১৫ মেট্রিক টন ড্যাপ সার প্রদান করা হয়।
ঈশ্বরদী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আব্দুল মমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা আব্দুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রাজিবুল ইসলাম, উপজেলা প্রকল্প কর্মকর্তা (পিআইও) শিহাব উদ্দিন ও উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা এখলাছুর রহমান।
প্রধান অতিথি (ইউএনও) মোঃ মনিরুজ্জামান বলেন, সরকারের পক্ষ থেকে ২০২৫/২৬ মৌসুমে কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও সবজির বীজ বিতরণ করা হয়েছে। আপনারা এই বীজ এবং সার দিয়ে মাঠে ফসল উৎপাদন করবেন। কেউ যেন বিনামূল্যে পাওয়া সার এবং বীজ বিক্রি না করেন সেদিকে খেয়াল রাখতে হবে।
তিনি আরো বলেন, কৃষকরা রোদ বৃষ্টিতে ভিজে ফসল ফলায় বলেই আমরা খেতে পাই। তা নাহলে বিদেশ থেকে আমদানি করতে হতো। এদেশে এখন আধুনিক কৃষি ব্যবস্থা চালু হয়েছে। দেশি শাকসবজি ও ফলমূলের পাশাপাশি বিদেশী নানা ধরনের শাকসবজি ও ফলমূল তারা উৎপাদন করছেন। এদেশের কৃষকদের তুচ্ছ তাচ্ছিল্য না করে তাদের প্রাপ্য সম্মান দিতে হবে। একই সাথে আগামীতে যেন প্রকৃত কৃষকদের যাচাই-বাছাই করে প্রণোদনা দেয়া হয়।