মোটরসাইকেল কিনে না দেওয়ায় স্কুল ছাত্রের আত্মহত্যা

- প্রকাশিত সময় ০৩:৫৪:১৯ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
- / 6
পাবনার আটঘরিয়ায় মোটরসাইকেল কিনে না দেওয়ায় অভিমান করে নবম শ্রেণীর ছাত্র রিয়াদ গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে।
মঙ্গলবার ১৪ সেপ্টেম্বর নিজ বাড়ির আম গাছের সাথে গলায় ফাঁস নিয়ে সে আত্মহত্যা করে।
নিহত রিয়াদ আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়নের ষাটগাছা গ্রামের নজর আলীর পুত্র। সে একদন্ত উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীতে অধ্যায়নরত ছাত্র ছিল।
স্থানীয়দের সূত্রে জানা যায়, রিয়াদ মোবাইলে আসক্ত ছিল। সে সবসময় মোবাইল নিয়ে ব্যস্ত থাকতো, পড়াশোনায় মনোযোগ ছিল না। এ কারণে রিয়াদের মা মোবাইল কেড়ে নেয়। এতে করে মাঝেমধ্যেই সে মোটরসাইকেল কিনে দেওয়ার বায়না ধরতো। কিন্তু রিয়াদের বাবা তাতে অস্বীকৃতি জানায়। ঘটনার দিন পাশের বাড়ির এক ব্যক্তি মারা গেলে রিয়াদের মা সেখানে মৃত ব্যক্তিকে দেখতে যান। এই সুযোগে রিয়াদ বাড়ির উঠানে আম গাছের ডালে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে।
এই ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।