ঢাকা ০৯:২৭ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞপ্তি :
সারাদেশের জেলা উপোজেলা পর্যায়ে দৈনিক স্বতঃকণ্ঠে সংবাদকর্মী নিয়োগ চলছে । আগ্রহী প্রার্থীগন জীবন বৃত্তান্ত ইমেইল করুন shatakantha.info@gmail.com // দৈনিক স্বতঃকণ্ঠ অনলাইন ও প্রিন্ট পত্রিকায় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৭১১-৩৩৩৮১১, ০১৭৪৪-১২৪৮১৪

নিখোঁজের একদিন পর ভ্যান চালকের মরদেহ উদ্ধার

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
  • প্রকাশিত সময় ০৯:০৬:২৭ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
  • / 17



পাবনার ঈশ্বরদীতে নিখোঁজের একদিন পরই বাড়ির পাশের ঝোঁপ থেকে ইমান আলী প্রামানিক (৫৭) নামের এক ভ্যান চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার ১৫ অক্টোবর সন্ধ্যায় উপজেলার দাশুড়িয়াস্থ পাবনা সুগার মিলস সংলগ্ন ঝোঁপ থেকে পা, হাত বাধা ও মুখসহ মাথায় কাপড় মোড়ানো মরদেহটি উদ্ধার করে পুলিশ।

নিহত ইমান আলী দাশুড়িয়ার মুনশিদপুর তেঁতুলতলা এলাকার মৃত জয়নাল আলী প্রামানিকের ছেলে।

নিহতের ছেলে ইকবাল হোসেন জানান, তাঁর বাবা পেশায় ভ্যান চালক। রাতে ভ্যান চালাতেন। সকালে বাড়িতে ফিরতেন। প্রতিদিনের মতো মঙ্গলবার রাতে মোটর চালিত ভ্যান (স্থানীয় নাম চুঁইভ্যান) নিয়ে ভাড়া টানার জন্য বাড়ি থেকে বের হন। পরের দিন সকালে বাড়িতে না আসায় তার মোবাইল ফোনে বারবার রিং দেওয়া হলেও বন্ধ পাওয়া যায়। অনেক খোঁজাখুজির পরও সন্ধান না পাওয়ায় থানায় সাধারন ডায়েরি দায়ের করা হয়। এরপর লোকমুখে মরদেহ বাড়ির পাশে সুগার মিল সংলগ্ন ঝেঁপের মধ্যে পড়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বাবার মরদেহ সনাক্ত করি।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আ স ম আব্দুন নুন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ভ্যানটি ছিনতাই করতেই চালককে হত্যা করে ঝেঁপের আড়ালে মরদেহ ফেলে রাখা হয়েছে। মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হবে। অপরাধীদের আটকের চেষ্টা চলছে।

এই রকম আরও টপিক

নিখোঁজের একদিন পর ভ্যান চালকের মরদেহ উদ্ধার

প্রকাশিত সময় ০৯:০৬:২৭ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫



পাবনার ঈশ্বরদীতে নিখোঁজের একদিন পরই বাড়ির পাশের ঝোঁপ থেকে ইমান আলী প্রামানিক (৫৭) নামের এক ভ্যান চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার ১৫ অক্টোবর সন্ধ্যায় উপজেলার দাশুড়িয়াস্থ পাবনা সুগার মিলস সংলগ্ন ঝোঁপ থেকে পা, হাত বাধা ও মুখসহ মাথায় কাপড় মোড়ানো মরদেহটি উদ্ধার করে পুলিশ।

নিহত ইমান আলী দাশুড়িয়ার মুনশিদপুর তেঁতুলতলা এলাকার মৃত জয়নাল আলী প্রামানিকের ছেলে।

নিহতের ছেলে ইকবাল হোসেন জানান, তাঁর বাবা পেশায় ভ্যান চালক। রাতে ভ্যান চালাতেন। সকালে বাড়িতে ফিরতেন। প্রতিদিনের মতো মঙ্গলবার রাতে মোটর চালিত ভ্যান (স্থানীয় নাম চুঁইভ্যান) নিয়ে ভাড়া টানার জন্য বাড়ি থেকে বের হন। পরের দিন সকালে বাড়িতে না আসায় তার মোবাইল ফোনে বারবার রিং দেওয়া হলেও বন্ধ পাওয়া যায়। অনেক খোঁজাখুজির পরও সন্ধান না পাওয়ায় থানায় সাধারন ডায়েরি দায়ের করা হয়। এরপর লোকমুখে মরদেহ বাড়ির পাশে সুগার মিল সংলগ্ন ঝেঁপের মধ্যে পড়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বাবার মরদেহ সনাক্ত করি।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আ স ম আব্দুন নুন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ভ্যানটি ছিনতাই করতেই চালককে হত্যা করে ঝেঁপের আড়ালে মরদেহ ফেলে রাখা হয়েছে। মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হবে। অপরাধীদের আটকের চেষ্টা চলছে।