বেড়ায় আল-হেরা একাডেমি স্কুল এন্ড কলেজ অধ্যক্ষের পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

- প্রকাশিত সময় ০৯:১৯:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
- / 1
পাবনার বেড়া উপজেলধীন আল-হেরাএকাডেমি স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ হাকিমুল কবিরের পদত্যাগ ও শিবির মুক্ত করণেরর দাবীতে ছাত্রদলের নেতৃত্বে সাধারন শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন।
জানা গেছে, মঙ্গলবার ১৪ অক্টোবর ছাত্রশিবির একটি অপ্রতিকার ঘটনা ঘটায়। সে বিষয়টা নিয়ে বুধবার সকালে সাধারণ ছাত্র ও ছাত্রদলের ছেলেরা বিক্ষোভ প্রতিবাদ স্লোগান দেয়। শ্লোগানে এক দুই তির চার জাময়াত শিবির রাজাকার এই মূহুর্তে বাংলা ছার। এক দফা দাবী এক হাকিমুলের পদত্যাগ, ইত্যাদি শ্লোগানে দিয়ে আলহের একাডেমি স্কুল এন্ড কলেজে কোন দলের গঠনে কার্যকলাপ করতে পারবে না এবং কলেজ রাজনীতি মুক্ত পরিচালনা কমিটি সর্বদলীয় ও স্কুলের প্রিন্সিপালের পদত্যাগ করতে হবে বলে দাবী তুলে বিক্ষোভ প্রতিবাদ করে শিক্ষার্থীরা।
পরে স্থানীয় রাজনৈতিক নেতা ও স্থানীয় গণ্যমান্য বাক্তিবর্গের পরিচালনায় বিষয়টা নিয়ে আলহেরা একাডেমীর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষের রুমে আলোচনা হয়।
উক্ত আলোচনায় উপস্থিত ছিলেন- বেড়া পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব ফজলুর রহমান ফকির, বেড়া কলেজের সাবেক ভিপি ও সাঁথিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শামসুর রহমান, জামায়াতের সূরা সদস্য ডাক্তার আব্দুল বাসেত খান, বিএনপি করমজা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব বাবলু সরদার, বিএনপি নেতা ও বেড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মহসিন মল্লিক, করমজা ইছামতি বিচিত্রা বিতানের সভাপতি ও সাঁথিয়া উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মহরম সরদার ও আলহেরা একাডেমী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সহ বিএনপি ও ছাত্রদলের নেতৃবৃন্দ।
তাদের দাবি বিষয় নিয়ে আলোচনা করে শামসুর রহমান বক্তব্য বলেন- তোমাদের বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আল-হেরা একাডেমি স্কুল এন্ড কলেজে মঙ্গলবার ছাত্রশিবির একটি অপ্রতিকার ঘটনা ঘটায়। সে বিষয়টা নিয়ে আজ সকালে সাধারণ ছাত্র ও ছাত্রদলের ছেলেরা বিক্ষোভ করে প্রতিবাদ জানায় আলহেরা একাডেমি স্কুল এন্ড কলেজে কোন দলের গঠনে কার্যকলাপ করতে পারবে না এবং কলেজ রাজনীতি মুক্ত করতে হবে। পরিচালনা কমিটি সর্বদলীয় রাজনীতি সংগঠনের নেতৃবৃন্দ দিয়ে নতুন করে কমিটি গঠন করতে হবে ও স্কুলের প্রিন্সিপালের পদত্যাগ করতে হবে। সে বিষয়ে আলোচনা হয়েছে পরবর্তিতে মিটিং করে ব্যবস্থা নেওয়া হবে।