ঢাকা ০২:১১ পূর্বাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞপ্তি :
সারাদেশের জেলা উপোজেলা পর্যায়ে দৈনিক স্বতঃকণ্ঠে সংবাদকর্মী নিয়োগ চলছে । আগ্রহী প্রার্থীগন জীবন বৃত্তান্ত ইমেইল করুন shatakantha.info@gmail.com // দৈনিক স্বতঃকণ্ঠ অনলাইন ও প্রিন্ট পত্রিকায় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৭১১-৩৩৩৮১১, ০১৭৪৪-১২৪৮১৪

মধ্যরাতে স্লোগানে উত্তাল ঈশ্বরদীর রাজপথ

বার্তাকক্ষ
  • প্রকাশিত সময় ০১:৩২:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫
  • / 15



ঈশ্বরদীতে মধ্যরাতে হটাৎ করে ছাত্রদলের বিক্ষোভ মিছিল। মধ্যরাতে স্লোগানে উত্তাল হয়ে উঠেছে ঈশ্বরদীর রাজপথ।

মঙ্গলবার ২১ সেপ্টেম্বর মধ্যরাতে ঈশ্বরদী ছাত্রদলের একাংশ একটি বিক্ষোভ মিছিল বের করে। এতে মধ্য রাতে উত্তাল হয়ে ওঠে ঈশ্বরদীর রাজপথ। এসময় ‘অবৈধ কমিটি মানি না মানবো’, ‘ছাত্রলীগ দিয়ে কমিটি মানি না মানবো না’ স্লোগানে উত্তাল হয়ে ওঠে ঈশ্বরদীর রাজপথ।

বিক্ষোভ মিছিলটি ঈশ্বরদী শহরের রেলগেট থেকে শুরু হয়ে ঈশ্বরদী সরকারি কলেজ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

বিক্ষোভ মিছিল শেষে ছাত্রদলের নেতাকর্মীরা সরকারি কলেজের শহীদ মিনারের পাদদেশে সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ করেন।

এসময় উপজেলা ছাত্রদল নেতা মোস্তাফিজুর রহমান বিটু, পৌর ছাত্রদল নেতা নাজমুল হাসান রিশাদ ও ঈশ্বরদী কলেজ ছাত্রদল নেতা মাহমুদুল ইসলাম শাওন বক্তব্য দেন।

বক্তারা বলেন, ফ্যাসিস্ট আওয়ামীলীগ আমলে আমরা পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মেহেদী হাসানের নেতৃত্বে ঈশ্বরদীতে তীব্র আন্দোলন সংগ্রাম করেছি, হামলার শিকার হয়েছি, মিথ্যা মামলায় গ্রেফতার হয়ে জেল খেটেছি। যে ছাত্রলীগের সন্ত্রাসীদের কারনে কলেজে আসতে পারি নাই, পরীক্ষা দিতে পারি নাই সেই ছাত্রলীগের সন্ত্রাসীদের দিয়ে ছাত্রদলের কমিটিকে আমরা অবাঞ্চিত ঘোষণা করছি। সেই সাথে জেলা ও কেন্দ্রীয় ছাত্রদলের দৃষ্টি আকর্ষণ করছি অবিলম্বে এই অবৈধ্য কমিটি বিলুপ্ত করার জন্য।

তারা আরও বলেন, ফ্যাসিস্ট আওয়ামীলীগের রক্তচক্ষু উপেক্ষা করে আমরা রাজপথে ছিলাম, এখনো আছি এবং ভবিষ্যতেও থাকবো।

বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন, ঈশ্বরদী উপজেলা ছাত্রদলের প্রস্তাবিত সদস্য সচিব ইমরান হোসেন সোহাগ, উপজেলা ছাত্রদল নেতা সোহান কবির, পৌর ছাত্রদল নেতা সোলায়মান হোসেন সাগর, লালন হোসাইন, শুভ আহমেদ, কলেজ ছাত্রদল নেতা জিজান মোল্লা, ওমর শেখ শান্ত প্রমুখ।

এর আগে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের অফিসিয়াল পেজ থেকে পাবনা জেলার বেশ কয়েকটি কলেজের আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। তার মধ্যে ঈশ্বরদী সরকারি কলেজ ও সাঁড়া মাড়োয়ারি কলেজের আহবায়ক কমিটিও ঘোষণা করা হয়।

ছাত্রদলের পেজে কমিটি ঘোষণার পরপরই কলেজ ছাত্রদল নেতা মাহমুদুল ইসলাম শাওন নবঘোষিত কমিটি ছাত্রলীগ দিয়ে গঠনের অভিযোগ তোলেন। এবং কমিটির বেশ কয়েকজনের ছাত্রলীগের বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণের ছবি দিয়ে একটি ফেসবুক পোস্ট করেন।

ফলে মধ্যরাতে ফুসে ওঠে ঈশ্বরদী ছাত্রদল এবং ছাত্রলীগ দিয়ে কমিটি গঠনের অভিযোগ তুলে এর তীব্র নিন্দা, প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেন।

প্রসঙ্গত গতবছর জুলাই মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণের অভিযোগে পুলিশের হাতে আটক হন মাহমুদুল ইসলাম শাওন।

এই রকম আরও টপিক

মধ্যরাতে স্লোগানে উত্তাল ঈশ্বরদীর রাজপথ

প্রকাশিত সময় ০১:৩২:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫



ঈশ্বরদীতে মধ্যরাতে হটাৎ করে ছাত্রদলের বিক্ষোভ মিছিল। মধ্যরাতে স্লোগানে উত্তাল হয়ে উঠেছে ঈশ্বরদীর রাজপথ।

মঙ্গলবার ২১ সেপ্টেম্বর মধ্যরাতে ঈশ্বরদী ছাত্রদলের একাংশ একটি বিক্ষোভ মিছিল বের করে। এতে মধ্য রাতে উত্তাল হয়ে ওঠে ঈশ্বরদীর রাজপথ। এসময় ‘অবৈধ কমিটি মানি না মানবো’, ‘ছাত্রলীগ দিয়ে কমিটি মানি না মানবো না’ স্লোগানে উত্তাল হয়ে ওঠে ঈশ্বরদীর রাজপথ।

বিক্ষোভ মিছিলটি ঈশ্বরদী শহরের রেলগেট থেকে শুরু হয়ে ঈশ্বরদী সরকারি কলেজ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

বিক্ষোভ মিছিল শেষে ছাত্রদলের নেতাকর্মীরা সরকারি কলেজের শহীদ মিনারের পাদদেশে সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ করেন।

এসময় উপজেলা ছাত্রদল নেতা মোস্তাফিজুর রহমান বিটু, পৌর ছাত্রদল নেতা নাজমুল হাসান রিশাদ ও ঈশ্বরদী কলেজ ছাত্রদল নেতা মাহমুদুল ইসলাম শাওন বক্তব্য দেন।

বক্তারা বলেন, ফ্যাসিস্ট আওয়ামীলীগ আমলে আমরা পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মেহেদী হাসানের নেতৃত্বে ঈশ্বরদীতে তীব্র আন্দোলন সংগ্রাম করেছি, হামলার শিকার হয়েছি, মিথ্যা মামলায় গ্রেফতার হয়ে জেল খেটেছি। যে ছাত্রলীগের সন্ত্রাসীদের কারনে কলেজে আসতে পারি নাই, পরীক্ষা দিতে পারি নাই সেই ছাত্রলীগের সন্ত্রাসীদের দিয়ে ছাত্রদলের কমিটিকে আমরা অবাঞ্চিত ঘোষণা করছি। সেই সাথে জেলা ও কেন্দ্রীয় ছাত্রদলের দৃষ্টি আকর্ষণ করছি অবিলম্বে এই অবৈধ্য কমিটি বিলুপ্ত করার জন্য।

তারা আরও বলেন, ফ্যাসিস্ট আওয়ামীলীগের রক্তচক্ষু উপেক্ষা করে আমরা রাজপথে ছিলাম, এখনো আছি এবং ভবিষ্যতেও থাকবো।

বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন, ঈশ্বরদী উপজেলা ছাত্রদলের প্রস্তাবিত সদস্য সচিব ইমরান হোসেন সোহাগ, উপজেলা ছাত্রদল নেতা সোহান কবির, পৌর ছাত্রদল নেতা সোলায়মান হোসেন সাগর, লালন হোসাইন, শুভ আহমেদ, কলেজ ছাত্রদল নেতা জিজান মোল্লা, ওমর শেখ শান্ত প্রমুখ।

এর আগে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের অফিসিয়াল পেজ থেকে পাবনা জেলার বেশ কয়েকটি কলেজের আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। তার মধ্যে ঈশ্বরদী সরকারি কলেজ ও সাঁড়া মাড়োয়ারি কলেজের আহবায়ক কমিটিও ঘোষণা করা হয়।

ছাত্রদলের পেজে কমিটি ঘোষণার পরপরই কলেজ ছাত্রদল নেতা মাহমুদুল ইসলাম শাওন নবঘোষিত কমিটি ছাত্রলীগ দিয়ে গঠনের অভিযোগ তোলেন। এবং কমিটির বেশ কয়েকজনের ছাত্রলীগের বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণের ছবি দিয়ে একটি ফেসবুক পোস্ট করেন।

ফলে মধ্যরাতে ফুসে ওঠে ঈশ্বরদী ছাত্রদল এবং ছাত্রলীগ দিয়ে কমিটি গঠনের অভিযোগ তুলে এর তীব্র নিন্দা, প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেন।

প্রসঙ্গত গতবছর জুলাই মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণের অভিযোগে পুলিশের হাতে আটক হন মাহমুদুল ইসলাম শাওন।