চাটমোহরে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালকের মৃত্যু

- প্রকাশিত সময় ০৪:৫৮:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
- / 6
পাবনার চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের কানখোলা মোড় এলাকায় চাটমোহর পাবনা মহাসড়কে ট্রাকের নিচে চাপা পড়ে নওশের প্রামাণিক (৬৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
নিহত নওশের প্রামাণিক মূলগ্রাম ইউনিয়নের বালুদিয়ার এলাকার মৃত নজু প্রামানিকের ছেলে এবং পেশায় অটোভ্যান চালক।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানায়, মঙ্গলবার ২৮ অক্টোবর বেলা ২ টার দিকে অটোভ্যান চালিয়ে বাড়ি ফিরছিলেন নওশের। তখন একটি অবৈধ ইঞ্জিন চালিত ট্রলি তাকে ধাক্কা দিলে পাবনা থেকে চাটমোহরের দিকে চলাচলকারী একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এসময় ইঞ্জিন চালিত ট্রলি পালিয়ে গেলেও সরকারি চাল বোঝাই ট্রাকটি জব্দ করেছে স্থানীয়রা।
পরে চাটমোহর থানা পুলিশকে খবর দেয় এলাকাবাসী। ঘটনাস্থল থেকে চাটমোহর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহযোগিতায় লাশ উদ্ধার করে থানা পুলিশ। পুলিশ ট্রাকটিকে জব্দ করা হয়।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনজুরুল আলম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, নিহতের লাশ থানায় নিয়ে আসা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।















