পাবনা’য় বিশ্ব মানবাধিকার দিবস পালন

- প্রকাশিত সময় ০৩:৩২:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০১৯
- / 171
ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস্ ক্রাইম রিপোর্টার্স ফাউন্ডেশন পাবনা জেলা শাখা’র উদ্যোগে পাবনায় বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন করা হয়।
আজ সকাল ১০টায় শহরের প্রধান আব্দুল হামিদ সড়কে পাবনা প্রেস ক্লাব’র সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এর পর একটি র্যালি শহর প্রদক্ষিণ করে জেলা প্রশাসনের কার্যালয়ে সমবেত হয়ে সমাবেশে অংশগ্রহন করে।
ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস্ ক্রাইম রিপোর্টার্স ফাউন্ডেশন পাবনা জেলা শাখা’র সভাপতি মুক্তিযোদ্ধা সাংবাদিক আবদুল জববার এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন পাবনা জেলা প্রশাসক কবীর মাহমুদ।
অতিরিক্তি পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস (পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্ত), প্রেসক্লাবের স¤পাদক আঁখিনূর ইসলাম রেমন , ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস্ ক্রাইম রিপোর্টার্স ফাউন্ডেশন পাবনা জেলা শাখা’র সহ-সভাপতি রোটা. এম এ জলিল।
মানবধিকার সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা মানববন্ধনে উপস্থিত ছিলেন।






















