বিজ্ঞপ্তি :
ঈশ্বরদীতে আর্ন্তজাতিক মানবাধিকার অপরাধ দমন সংস্থার নবনির্বাচিত কমিটির অভিষেক

বার্তাকক্ষ
- প্রকাশিত সময় ০৭:১০:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০১৯
- / 182
ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতাঃঈশ্বরদীতে আর্ন্তজাতিক মানবাধিকার অপরাধ দমন সংস্থার নবনির্বাচিত কমিটির অভিষেক শুক্রবার সংস্থার নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
পাবনা জেলা কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা আ.স.ম. আব্দর রহিম পাকন এর সভাপতিত্বে অভিষেক অনুষ্ঠানে অতিথি ছিলেন ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি স্বপন কুমার কুন্ডু।
জেলা কমিটির সাধারণ সম্পাদক আবুল হাসনাতের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন নবনির্বাচিত কমিটির সভাপতি হাশেম আলী, সাধারণ সম্পাদক মুকুল হোসেন ও সাংবাদিক রিন্টু বিশ্বাস।
এসময় ১১ সদস্য বিশিষ্ঠ কমিটির সদস্যদের হতে ফুল তুলে দিয়ে বরণ ও পরিচয় করিয়ে দেয়া হয়।
















