মিড ডে মিল কর্মসূচি চালু হলো ফরিদপুরে

- প্রকাশিত সময় ১০:২৫:১১ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২০
- / 185
ফরিদপুর প্রতিনিধিঃ গত ০৮ ফেব্রুয়ারি শনিবার সকালে সদর উপজেলা ঈশান গোপালপুর ইউনিয়নের ঈশান ইনস্টিটিউশনে মিড ডে মিল কর্মসূচি চালু হয়েছ। এবং একই সাথে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নারের উদ্বোধন করা হয়।
উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক জনাব অতুল সরকার বলেছেন, ফরিদপুরের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে মিড ডে মিল কর্মসূচি শতভাগ বাস্তবায়ন করা হয়েছে। এবার আমরা ফরিদপুরের কমপক্ষে একশত টি মাধ্যমিক বিদ্যালয়ে এই মিড ডে মিল কর্মসূচি চালু করব। শিক্ষার্থীদের ক্ষুধার্ত রেখে তাদের শিক্ষিত করে গড়ে তোলা সম্ভব নয়। শিক্ষা অর্জনের জন্য প্রয়োজন সুস্বাস্থ্য।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে হবে। দেশপ্রেম না থাকলে কখনোই সুনাগরিক হওয়া যায় না।
ঈশান ইনস্টিটিউশনের প্রায় এক হাজার শিক্ষার্থীর মাঝে এই মিড ডে কর্মসূচির উদ্বোধন করা হলো।