করোনায় জনগণের দুর্ভোগ মোকাবেলায় ফরিদপুর সিপিবি’র প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

- প্রকাশিত সময় ০৮:৪০:৫০ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২০
- / 298
ফরিদপুর প্রতিনিধিঃ বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস মোকাবেলায় সমন্বিত উদ্যোগ গ্রহণে মাধ্যমে জনগণের ভোগান্তি রোধে ও সকল জনগনের নিরাপত্তা নিশ্চিত সহ বেশ কিছু প্রস্তাব সম্বলিত স্মারকলিপি প্রধানমন্ত্রী বরাবর ফরিদপুর জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ফরিদপুর জেলা শাখা।
এ বিষয়ে ফরিদপুর জেলা কমিউনিস্ট পার্টি সভাপতি রফিকুজ্জামান লায়েক জানান, বিশ্ব যখন করোনা ভাইরাসের করাল গ্রাসে। তখন আমরা করোনা মোকাবিলায় নানা ধরনের অব্যবস্থাপনা দেখতে পারছি। তাই বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস মোকাবিলা ও জনগণের দুর্ভোগ মোকাবেলায় পরামর্শ দিয়েছেন সরকার প্রধানকে। তার অংশ হিসাবে আমারা প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি দিয়েছি।
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ১৪ টি পরামর্শ সম্বলিত এই স্বারক লিপিতে করোনা মোকাবিলায় দেশ বাসীকে বাঁচানোর কাজে সরকার কে এখন আপৎকালীন বিশেষ ব্যবস্থা গ্রহণ, করোনা ভাইরা মোকাবিলা জাতীয় বাজেট পুনবিন্যস্ত করে করোনা মহা বিপর্যয় রোধে বাজেটের পর্যাপ্ত টাকা বরাদ্দ করার প্রস্তাব, সেনাবাহিনীর সহায়তায় দ্রত অসহায়- দ্ররিদ্র, মধ্যবিত্ত মানুষের তালিকা করে তাদের মধ্যে খাদ্য সহয়তা ও রেশন দেওয়ার প্রক্রিয়া চালু করা সহ আরো বেশ কিছু পরামর্শ দেওয়া হয় সরকারকে।






















