নড়াইলে ৭০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩

- প্রকাশিত সময় ০৫:৪০:৪৭ অপরাহ্ন, বুধবার, ৩০ জুন ২০২১
- / 137
নড়াইল জেলা প্রতিনিধিঃ নড়াইলের চর ভাটপাড়া গ্রামের কালভার্টের পাশে, করফার চর থেকে ৩ জনকে ৭০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায় গোপন তথ্যের ভিত্তিতে (২৯ জুন) রাত ১২ টার সময় নড়াইলের লোহাগড়া থানার এস আই মাসুদ সঙ্গীয় ফোর্স এএস আই মাহাফুজ,এএস আই বাচ্চু ও কনস্টেবল ইব্রাহিম সহ অভিযান চালিয়ে করফার চর থেকে ৩ জন মাদক ব্যবসায়ী কে ইয়াবা কেনা বেচা করা অবস্থায় গ্রেফতার করতে সক্ষম হন।
গ্রেফতার কৃত আসামিরা হলেন: ১/মোঃ সুজন খান (২৪) পিং খানজাহান আলী, সাং চর করফা,২/মোঃ আরমান ( ১৯) পিং জাহাঙ্গীর, সাং চর করফা, উভয়ল নড়াইলের।
৩/মোঃ ফারুক,পিং জাফর আলী, সাং জিম্মন খালি,থানা: টেকনাফ, জেলা:কক্সবাজার কে ৭শত পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করেন পুলিশ।
নড়াইলের লোহাগড়া থানা ওসি শেখ আবু হেনা মিলন বলেন আসামিদের নামে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হবে।