টাঙ্গাইলে আ’লীগের দুই বিদ্রোহী প্রার্থী সহ জেলা পরিষদ নির্বাচনে প্রার্থী তিন
- প্রকাশিত সময় ০৯:৪৩:৫৬ অপরাহ্ন, সোমবার, ১২ সেপ্টেম্বর ২০২২
- / 97
টাঙ্গাইল সংবাদদাতা
প্রকাশিত: ৯:৪৩ অপরাহ্ন, সেপ্টেম্বর ১২, ২০২২
টাঙ্গাইল জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ছাড়াও আওয়ামী লীগের আরো দুই বিদ্রোহী প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেছেন।
রবিবার (১১ সেপ্টেম্বর) জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা ও সহকারি রিটানিং কর্মকর্তা এএইচএম কামরুল হাসানের কাছ থেকে আওয়ামী লীগের প্রার্থী ফজলুর রহমান ফারুকের পক্ষে মনোনয়ন সংগ্রহ করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম এমপি।
এছাড়াও চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন সংগ্রহ করেছেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলমগীর খান মেনু ও শহর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আহমদ সুমন মজিদ।
আহমেদ সুমন মজিদ আওয়ামী লীগ নেতা বীরমুক্তিযোদ্ধা মরহুম ফারুক আহমেদের বড় ছেলে।
বিষয়টি নিশ্চিত করে এএইচএম কামরুল হাসান জানান, আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে। আগামি ১৭ অক্টোবর জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে জেলার ১৭২২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
Asia Cup 2022 Final: খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়িয়ে এশিয়া চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা লালপুরে ভেজাল গুড় কারখানায় অভিযান – মালিকের লাখ টাকা জরিমানা সৈয়দা সাজেদা চৌধুরীর পরলোকগমন নাটোরের লালপুরের দুয়ারিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা অভিযুক্ত আটক চাটমোহরে দূর্গাপুজা উৎযাপিত হবে আনন্দঘন পরিবেশে নিরাপদে নির্বিঘ্নে –পাবনা জেলা প্রশাসক পাবনা জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন পাকন
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত কোষাধ্যক্ষ ড. সালাহ উদ্দীন নাটোরে ট্রেনের ইঞ্জিনে অগ্নিকাণ্ড এশিয়া কাপের ফাইনাল আজ – মরুর মুকুট উঠবে কার মাথায়