ঢাকা ০৮:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞপ্তি :
সারাদেশের জেলা উপোজেলা পর্যায়ে দৈনিক স্বতঃকণ্ঠে সংবাদকর্মী নিয়োগ চলছে । আগ্রহী প্রার্থীগন জীবন বৃত্তান্ত ইমেইল করুন shatakantha.info@gmail.com // দৈনিক স্বতঃকণ্ঠ অনলাইন ও প্রিন্ট পত্রিকায় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৭১১-৩৩৩৮১১, ০১৭৪৪-১২৪৮১৪

শাহজাদপুরের গ্রামে ফুটপাতে দোকান বসানোকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ : আহত ১৭

বার্তাকক্ষ
  • প্রকাশিত সময় ১১:৫৮:১২ অপরাহ্ন, শুক্রবার, ৪ নভেম্বর ২০২২
  • / 116

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের শাহজাদপুরের পোরজনা বাজারে ফুটপাতে দোকান বসানোকে কেন্দ্র করে পোরজনা ও বাচড়া গ্রামের মধ্যে উভয়পক্ষের কমপক্ষে ১০জন মারাত্মক আহত হয়েছে। আহতদের চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

জানা যায়, পোরজনা বাজারের আশরাফ ও সোবহানের মধ্যে ফুটপাতে দোকান বসানো কেন্দ্র করে সম্প্রতি দ্বন্ধ শুরু হলে স্থানীয় প্রধানগণ আপোষ-মিমাংসার উদ্দোগ নেন। শেষ পর্যন্ত মিমাংসা পর্যন্ত না গড়িয়ে বৃহস্পতিবার রাতে পোরজনা বাজারে ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন বাবু ও পোরজনা গ্রামের হাসেন মোল্লার সাথে বাক-বিতন্ডার এক পর্যায়ে দুপক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।

এর জের ধরেই শুক্রবার সকাল ১০টার দিকে উভয়পক্ষ আপোষ মিমাংসার জন্য পোরজনা বাজারে উপস্থিত হলে আকষ্মিভাবে সংঘর্ষে জড়িয়ে পরে। এসময় বাচড়া ও পোরজনা গ্রামের লোকজন লাঠি, সোটা, ইট পাটকেল, দা ফালা, বল্লম, হাসুয়া নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে। ঘন্টাা ব্যাপী দু পক্ষের মধ্যে চলে ধাওয়া পাল্টা ধাওয়া। এসময়
পোরজনা বাজার ও আশে পাশের এলাকা রণক্ষেত্রে পরিণিত হয়।

দুপক্ষের ইটপাটকেল ফালা বল্লমের আঘাতে বাচড়া গ্রামের মাজেদ (২৫) শুকচাদ (২০), কালাাম (৩৫), সুজন (১৮) , শাহীন (২৮) , হিরু(২৫) ,সাইফুল (৪০), দানেশ (৪৫) মোস্তফা (৩৫) , বিপ্লব (১৮) , জিতু (২০) আশরাফ (৪০) সোবহান (৩০) আহত হয়।

অপরদিকে পোরজনার মাসুদ গ্রুপের সোহেল রানা (২৭) কাশেম (১৮), সুজন (১৮), ফজলু (২০), আব্বাস (৩০) ও
নওয়াব আলী (৩০) আহত হয়।

খবর পেয়ে শাহজাদপুর সাার্কেলের এসপি হাসিবুল ইসলাম ও শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম মৃধা উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সংঘর্ষ এড়াতে পোরজনা বাজারে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

এ ব্যাপারে মাসুদ গ্রুপের মাসুদ রানা জানান, বাচড়া গ্রামের চেয়ারম্যান বাবু পক্ষপাতিত্বমূলক আচারণ করে। তার লোকজন পোরজনা বাজারকে জিম্মি করে ক্ষমতার অপব্যহার করছে। বিনা উষ্কানীতে আমাদের উপর হামলা করেছে যা কাম্য নয়। এ ব্যাপারে পোরজনা ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন বাবু বলেন, মাসুদ গ্রুপের লোকজন দাঙ্গাবাজ ঠুনকো অযুহাতে বিনা উষ্কানীতে আমার লোকজনের উপর হামলা করেছে। আমরা অনেক ধৈর্য্য ধরেছি।

থানার অফিসার ইনচার্জ জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

শাহজাদপুরের গ্রামে ফুটপাতে দোকান বসানোকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ : আহত ১৭

প্রকাশিত সময় ১১:৫৮:১২ অপরাহ্ন, শুক্রবার, ৪ নভেম্বর ২০২২

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের শাহজাদপুরের পোরজনা বাজারে ফুটপাতে দোকান বসানোকে কেন্দ্র করে পোরজনা ও বাচড়া গ্রামের মধ্যে উভয়পক্ষের কমপক্ষে ১০জন মারাত্মক আহত হয়েছে। আহতদের চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

জানা যায়, পোরজনা বাজারের আশরাফ ও সোবহানের মধ্যে ফুটপাতে দোকান বসানো কেন্দ্র করে সম্প্রতি দ্বন্ধ শুরু হলে স্থানীয় প্রধানগণ আপোষ-মিমাংসার উদ্দোগ নেন। শেষ পর্যন্ত মিমাংসা পর্যন্ত না গড়িয়ে বৃহস্পতিবার রাতে পোরজনা বাজারে ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন বাবু ও পোরজনা গ্রামের হাসেন মোল্লার সাথে বাক-বিতন্ডার এক পর্যায়ে দুপক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।

এর জের ধরেই শুক্রবার সকাল ১০টার দিকে উভয়পক্ষ আপোষ মিমাংসার জন্য পোরজনা বাজারে উপস্থিত হলে আকষ্মিভাবে সংঘর্ষে জড়িয়ে পরে। এসময় বাচড়া ও পোরজনা গ্রামের লোকজন লাঠি, সোটা, ইট পাটকেল, দা ফালা, বল্লম, হাসুয়া নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে। ঘন্টাা ব্যাপী দু পক্ষের মধ্যে চলে ধাওয়া পাল্টা ধাওয়া। এসময়
পোরজনা বাজার ও আশে পাশের এলাকা রণক্ষেত্রে পরিণিত হয়।

দুপক্ষের ইটপাটকেল ফালা বল্লমের আঘাতে বাচড়া গ্রামের মাজেদ (২৫) শুকচাদ (২০), কালাাম (৩৫), সুজন (১৮) , শাহীন (২৮) , হিরু(২৫) ,সাইফুল (৪০), দানেশ (৪৫) মোস্তফা (৩৫) , বিপ্লব (১৮) , জিতু (২০) আশরাফ (৪০) সোবহান (৩০) আহত হয়।

অপরদিকে পোরজনার মাসুদ গ্রুপের সোহেল রানা (২৭) কাশেম (১৮), সুজন (১৮), ফজলু (২০), আব্বাস (৩০) ও
নওয়াব আলী (৩০) আহত হয়।

খবর পেয়ে শাহজাদপুর সাার্কেলের এসপি হাসিবুল ইসলাম ও শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম মৃধা উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সংঘর্ষ এড়াতে পোরজনা বাজারে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

এ ব্যাপারে মাসুদ গ্রুপের মাসুদ রানা জানান, বাচড়া গ্রামের চেয়ারম্যান বাবু পক্ষপাতিত্বমূলক আচারণ করে। তার লোকজন পোরজনা বাজারকে জিম্মি করে ক্ষমতার অপব্যহার করছে। বিনা উষ্কানীতে আমাদের উপর হামলা করেছে যা কাম্য নয়। এ ব্যাপারে পোরজনা ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন বাবু বলেন, মাসুদ গ্রুপের লোকজন দাঙ্গাবাজ ঠুনকো অযুহাতে বিনা উষ্কানীতে আমার লোকজনের উপর হামলা করেছে। আমরা অনেক ধৈর্য্য ধরেছি।

থানার অফিসার ইনচার্জ জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।