শাহজাদপুর সহকারী শিক্ষক সমিতির আলোচনা সভা ও কমিটি গঠন

- প্রকাশিত সময় ১০:৩৫:২৬ অপরাহ্ন, শনিবার, ১২ নভেম্বর ২০২২
- / 116

নবগঠিত সহকারী প্রধান শিক্ষক সমিতির সভাপতি দুলাল ঘোষ, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ও সাংগঠনিক সম্পাদক আব্দুর রসিদ, বাম থেকে ডানে।
শাহজাদপর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
বাংলাদেশ সহকারী প্রধান শিক্ষক সমিতি শাহজাদপুর উপজেলা শাখার ত্রিবার্ষিক সন্মেলন ও পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে । এ উপলক্ষে গতকাল শনিবার বিকেলে শাহজাদপুর ইব্রহিম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে কমিটি গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় । আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সহকারী শিক্ষক কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি রফিকুল ইসলাম, নব নিবার্চিত কমিটির সভাপতি দুলাল কুমার ঘোষের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির যুগ্ন মহাসচিব আফরোজা খাতুন.সদস্য সচিব আনোয়ার হোসেন তালুকদার,সহকারী শিক্ষক হাফিজুর রহমান,নব নিবার্চিত সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সাংগাঠনিক সম্পাদক আব্দুর রশিদ, শিক্ষক জহুরুল ইসলাম, উত্তম কুমার, প্রমুখ ।
আলোচনা সভা শেষে দুলাল কুমার ঘোষকে সভাপতি ও আনোয়ার হোসেন কে সাধারন সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।